SIR: এই দেশের হয়ে যুদ্ধের করার পরও প্রমাণ দিতে হচ্ছে তিনি ভারতীয়, কমিশন ডাকতেই ক্ষোভ দুই প্রাক্তন সেনার, যা বললেন শুনুন…
শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র প্রদীপ প্রধান ও প্রদীপ জানা। কমিশনের শুনানিতে ডাকা হয়েছে তাঁদের। আর তারপরই ক্ষোভ প্রকাশ। BLO সূত্রে জানা গিয়েছে, এই চারজনের সঙ্গে তাদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ২০০২ সালে এদের কারোর বাবার নাম নেই। অথচ যাঁদের নাম ওঠেনি তাদের ছেলেমেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে।
ভোটার তালিকায় নাম না উঠলে উত্তর প্রদেশ চলে যাব। ঠিক এই ভাবেই ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের দুই প্রাক্তন সেনাকর্মী। দেশের হয়ে যুদ্ধ করার পরও প্রমাণ করতে হবে আমি ভারতীয় নাগরিক? শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র প্রদীপ প্রধান ও প্রদীপ জানা। কমিশনের শুনানিতে ডাকা হয়েছে তাঁদের। আর তারপরই ক্ষোভ প্রকাশ। BLO সূত্রে জানা গিয়েছে, এই চারজনের সঙ্গে তাদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ২০০২ সালে এদের কারোর বাবার নাম নেই। অথচ যাঁদের নাম ওঠেনি তাদের ছেলেমেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে।