Fridge Cooling Tips: কীভাবে ভাল রাখবেন আপনার ফ্রিজ?
বারবার ফ্রিজের দরজা খোলা ভাল না। বেশি বার ফ্রিজের দরজা খুললে ঠাণ্ডা কম হবে। অনেকেই খাবার গরম অবস্থায় ফ্রিজের ভিতরে রাখেন। এই ভাবে গরম খাবার ফ্রিজের ভিতর রাখলে, খারাপ হতে পারে ফ্রিজ। ফ্রিজ খালি রাখবেন না। ফ্রিজে বেশি করে খাবার রাখুন। ফ্রিজে বেশি খাবার থাকলে ফ্রিজ ভাল থাকবে। ফ্রিজে অনেক সময় গ্যাস কমে যায়
গরমে নাজেহাল অবস্থা শহরের মানুষের। গরম থেকে বাঁচতে ঠাণ্ডা জল আমাদের শান্তি দেয়। কীভাবে ভাল রাখবেন আপনার ফ্রিজকে। ফ্রিজকে পরিষ্কার রাখা খুব দরকার। ফ্রিজে সবজি থেকে শুরু করে বিভিন্ন খাবার রাখা হয়। খুব তাড়াতাড়ি ফ্রিজ নোংরা হয়ে যায়। গরমকালে অনেকেই ফ্রিজের দরজা খুব ঘন ঘন খোলেন। কখনও আইসক্রিম খাওয়ার জন্য কখনও বা ঠাণ্ডা জল খাওয়ার জন্য। বারবার ফ্রিজের দরজা খোলা ভাল না। বেশি বার ফ্রিজের দরজা খুললে ঠাণ্ডা কম হবে। অনেকেই খাবার গরম অবস্থায় ফ্রিজের ভিতরে রাখেন। এই ভাবে গরম খাবার ফ্রিজের ভিতর রাখলে, খারাপ হতে পারে ফ্রিজ। ফ্রিজ খালি রাখবেন না। ফ্রিজে বেশি করে খাবার রাখুন। ফ্রিজে বেশি খাবার থাকলে ফ্রিজ ভাল থাকবে। ফ্রিজে অনেক সময় গ্যাস কমে যায়। গ্যাস কমে গেলে গ্যাস ভর্তি করা দরকার। ফ্রিজ কখনও দেওয়াল ঘেঁষে রাখবেন না। দেওয়াল ও ফ্রিজের মধ্যে দূরত্ব রাখুন। এই ভাবে ফ্রিজ ভাল রাখা যায়।