Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Geeta Chanting Preview: কেমন হবে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ? দেখে নিন

Geeta Chanting Preview: কেমন হবে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ? দেখে নিন

rahul Sadhukhan

|

Updated on: Dec 21, 2023 | 7:33 PM

প্রধানমন্ত্রীর আসা নিয়ে অনিশ্চয়তা। তবুও তৈরি থাকতে হচ্ছে। তিনি এলে, তিনি আগে বলবেন। লক্ষ লোক কণ্ঠ মেলাবেন? নাকি সমস্বরে গলা মেলাবেন। গীতা পাঠ লিড করবেন কে।

প্রধানমন্ত্রীর আসা নিয়ে অনিশ্চয়তা। তবুও তৈরি থাকতে হচ্ছে। তিনি এলে,তিনি আগে বলবেন । লক্ষ লোক কণ্ঠ মেলাবেন ? নাকি সমস্বরে গলা মেলাবেন । গীতা পাঠ লিড করবেন কে । এইসব প্রশ্নের উত্তর দিলেন উদ্যোক্তা সন্ন্যাসী । ব্রিগেডে যেখানে লক্ষ্য-কন্ঠে গীতা পাঠ হবে সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং থাকার কথা।

প্রধানমন্ত্রী এখানে এসে সমবেত হবে গলা মেলাবেন গীতা পাঠের সময়। এটা সাধুদের অনুষ্ঠান। এখানে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আবেদন পত্র প্রায় ১.৫ লক্ষ করেছেন। প্রথমে তারা ভেবেছিলেন এত আবেদন পত্র হয়তো তারা পাবেননা। কিন্তু পরবর্তীকালে সেই লক্ষ্য পূরণ হয়েছে। প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে নানা বাধা-বিপত্তি আসছিল। ভালো কাজে তো বাধা অনেক সময় আসে। সমস্ত বাধা অতিক্রম করতে পেরেছেন তারা।