AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যে ঘাটাল জলে ডুবে থাকে, সেখানেই জল নেই ৭ দিন ধরে! কীভাবে থাকবেন গ্রামবাসীরা?

যে ঘাটাল জলে ডুবে থাকে, সেখানেই জল নেই ৭ দিন ধরে! কীভাবে থাকবেন গ্রামবাসীরা?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 15, 2026 | 2:58 PM

Share

Ghatal Protest: রাস্তার উপর বালতি-কলসী রেখে, বাঁশ ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ।অবরোধকারীদের দাবি, প্রশাসনের আধিকারিকরা আসলেই তবেই উঠবে অবরোধ। কিন্তু কেন এই অবরোধ?

রাস্তার উপর বালতি-কলসী রেখে, বাঁশ ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ।অবরোধকারীদের দাবি, প্রশাসনের আধিকারিকরা আসলেই তবেই উঠবে অবরোধ। কিন্তু কেন এই অবরোধ? প্রায় সাত দিন ধরে সজল ধারার কলে আসছে না পানীয় জল। দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর মাড়োতলা এলাকায়। হরিসিংপুর গ্ৰামে প্রায় সাত দিন ধরে সজল ধারার কলে আসছে না পানীয় জল। জলের সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতে ও পি এইচ ই (PHE) দপ্তরে জানানো হলেও কোন সূরাহা না হওয়ায়, আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে ঘাটাল- হরিশপুর বন্দর পিচ রাস্তার হরিসিংপুর মাড়োতলা এলাকায় উপর বালতি-কলসি রেখে, বাঁশ ঘেরা দিয়ে পথ অবরোধ করে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পানীয় জলে সূরাহা হচ্ছে, পথ অবরোধ চলবে। এলাকার স্থানীয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অভিরাম জানা-ও গ্রামবাসীদের আন্দোলনকে সমর্থন করেছেন। সমস্যার কথা স্বীকার করেছেন তিনিও।