AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ditipriya Roy: সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী, আর তাতেই হয়েছে বিপত্তি!

Ditipriya Roy: সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী, আর তাতেই হয়েছে বিপত্তি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 04, 2024 | 8:00 PM

Share

প্রেম করছেন দিতিপ্রিয়া রায়। এই খবর কারও অজানা নয়। বাড়িতেও সকলেই জানেন তাঁর এই প্রেমের কথা। দিতিপ্রিয়া জানিয়েছেন, বাবা-মা দু'জনেই তাঁর প্রেমিককে এতটাই ভালবাসেন যে তাঁকে আর পাত্তাও দিচ্ছে না। তাঁর কথায়, "ভাগ্যিস ও কলকাতায় থাকে না। ন'মাসে ছয় মাসে আসে।"

শ্রীদেবীর বায়োপিক?
দুবাইয়ের পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয়েছিল শ্রীদেবীর নিথর দেহ। অভিনেত্রীর জীবন নিয়ে কি তৈরি হচ্ছে ছবি? এ ব্যাপারে কী বললেন প্রয়াত অভিনেত্রীর স্বামী প্রযোজক বনি কাপুর। তিনি বলেছেন, “আমার স্ত্রী শ্রীদেবী কখনওই নিজের ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চাইতেন না। আমিও বেঁচে থাকতে সেটা হতে দেব না। তৈরি হতে দেব না শ্রীদেবীর বায়োপিক।”

কাজলের উপদেশ
বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে ভাইরাল এক পুরোনো ক্লিপিং। যেখানে করণ জোহরকে কাজলের উদ্দেশে প্রশ্ন করতে দেখা যায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে বাঁচাতে কী উপদেশ দেবেন? উত্তরে কাজল বলেছিলেন, ‘কাভি আলভিদা না কহে না ছবিটা দেখো না।’

রহস্য ফাঁস করলেন পাকিস্তানের ডিজাইনার
পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার নমি আনসারি এ কোন সত্যি সামনে আনলেন? আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন ভারতীয় অভিনেত্রীদের বিদেশে কদর কতটা, তা কম বেশি সকলেরল জানা। এবার পড়শি দেশের ডিজাইনার জানালেন, সবাই আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো লুতে নিজেকে দেখতে চায়। ফলে বোঝাই যায় অভিনয়ের পাশাপাশি ফ্য়াশন জগতেও কতটা দাপট এই সেলেবদ্বয়ের।

ব্যতিক্রমী বিয়ে
অভিনেত্রী তাপসী পান্নু বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়কে। সম্প্রতি ফাঁস হয়েছে তাপসীর বিয়ের ভিডিয়ো। বলিউড তারকাদের মতো লেহঙ্গা নয়, চুড়িদার পরে বিয়ে করেছেন তাপসী।

বয়স নিয়ে ট্রোলিং
দিন কয়েক ধরেই বলিপাড়ায় জোর গুঞ্জন– শাহরুখের বড় ছেলে আরিয়ান খান নাকি প্রেম করছেন। তবে তাঁর চর্চিত প্রেমিকা পেশায় একজন নামজাদা সুপারমডেল, নাম লরিসা বোনেসি। দু’জনের বয়সের ফারাক কত জানেন? উইকিপিডিয়া জানাচ্ছে, আরিয়ান খান জন্ম নিয়েছেন ১৯৯৭ সালের ১৩ নভেম্বর। এই মুহূর্তে তাঁর বয়স ২৬ বছর। অন্যদিকে লরিসা জন্মেছেন ১৯৯০ সালের ২৮ মার্চ। কিছু দিন আগেই ৩৪ বছর পূর্ণ করেছেন তিনি। তাঁদের দু’জনের বয়স প্রায় সাড়ে সাত বছরের। বয়সে বড় হওয়া নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে লরিসাকে।

অন্তঃসত্ত্বা প্রীতি
প্রেগন্যান্ট ছোট পর্দায় অভিনেত্রী প্রীতি বিশ্বাস। তাঁর স্বামী অভিনেতা রাহুল মজুমদার। ৪ বছরের দাম্পত্যের পর বাবা-মা হতে চলেছেন প্রীতি। সেপ্টেম্বরেই আসবে সুখবর। প্রীতি এই মুহূর্তে কাজ করছেন না। বিরতি নিয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘বালিঝড়’ সিরিয়ালে।

সিরিয়ালের TRP
সপ্তাহ ঘুরতেই নয়া চমক। সাপ্তাহিক বাংলা সিরিয়ালের TRP-র তালিকায় এবার প্রথমে জায়গা করে নিল নীম ফুলের মধু। নয়া টুস্টে দর্শক দরবারে প্রথমে সৃজন-পর্ণা জুটি। পাশাপাশি সেরা ৫-এ জায়গা করল ফুলকি, জগদ্ধাত্রী, গীতা LLB ও কোন গোপনে মন ভেসেছে।

পাত্তা পাচ্ছেন না দিতিপ্রিয়া
প্রেম করছেন দিতিপ্রিয়া রায়। এই খবর কারও অজানা নয়। বাড়িতেও সকলেই জানেন তাঁর এই প্রেমের কথা। দিতিপ্রিয়া জানিয়েছেন, বাবা-মা দু’জনেই তাঁর প্রেমিককে এতটাই ভালবাসেন যে তাঁকে আর পাত্তাও দিচ্ছে না। তাঁর কথায়, “ভাগ্যিস ও কলকাতায় থাকে না। ন’মাসে ছয় মাসে আসে।”

অঙ্কুশের অঙ্গভঙ্গি
বাংলা নতুন বছরের মরসুমে মুক্তি পেতে চলেছে অঙ্কুশের প্রথম প্রযোজিত ছবি ‘মির্জা’। হাইবাজেট ছবি, মুম্বই থেকে আনা অ্যাকশন ডিরেক্টর– প্রথম ছবিতে ‘দক্ষিণী ছোঁয়া’ আনতে খামতি রাখেননি অঙ্কুশ। প্রচারও চালাচ্ছেন জোরদার। এরকমই এক প্রচারে এসে জনগণের সামনে একটি লাইন বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, “মির্জা সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়”।এখানেই শেষ নয়! হাত দিয়ে এমন এক ভঙ্গি করতে তাঁকে দেখা যায় যা আপাতদৃষ্টিতে কুরুচিকর ও অশ্লীল বলেই মনে হয়েছে সাধারণের।