WB Governor: এবার থেকে লোকভবন, রাজভবন নয়
Kolkata: নাম বদলের পরই রাজ্যপাল বলেন, "ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।" রাজভবন নামটির সঙ্গে রাজত্ব-রাজা ইত্যাদি ধারণা জড়িত রয়েছে। আর লোকভবন সাধারণ মানুষের অনেকের কাছের। সেই কারণেই এই সিদ্ধান্ত। কেন্দ্রের সম্মতি পেতেই রাজভবনে থাকা পুরনো নামের ফলক বদলে দিয়েছেন রাজ্যপাল বোস।
পাল্টে গেল রাজভবনের নাম। এবার থেকে বলা হবে লোকভবন। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘোষণা করেন। আগে থেকেই রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের অনুমতি মিলতেই শনিবার আনুষ্ঠানিক ঘোষণা রাজভবনের। নাম বদলের পরই রাজ্যপাল বলেন, “ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।” রাজভবন নামটির সঙ্গে রাজত্ব-রাজা ইত্যাদি ধারণা জড়িত রয়েছে। আর লোকভবন সাধারণ মানুষের অনেকের কাছের। সেই কারণেই এই সিদ্ধান্ত। কেন্দ্রের সম্মতি পেতেই রাজভবনে থাকা পুরনো নামের ফলক বদলে দিয়েছেন রাজ্যপাল বোস।
Latest Videos
খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন...
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন...
খসড়া তালিকায় নাম না থাকলে কী হবে? কী বলছেন বিশেষ পর্যবেক্ষক?
মতুয়া অধ্যুষিত এলাকাতেই আনম্যাপড ভোটার বেশি! কোন জায়গায় বেশি নাম?
