রবিবার তো ছুটি থাকে, সেদিন বাজেট পেশ হবে?
Union Budget 2026: রীতি মেনে রবিবারই পেশ হবে বাজেট। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন।
রীতি মেনে রবিবারই পেশ হবে বাজেট। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনর দিন নির্দিষ্ট করা হয়। আর তারপরই সূত্রের খবর, ১ ফেব্রুয়ারিই বাজেট পেশ হবে। সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় অধিবেশন হবে ২৮ জানুয়ারি। ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ২৯ জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।
