Aircraft Sabotage: GPS লক, বিমান নাশকতায় সাইবার হামলা! নতুন প্রযুক্তিতে নতুন কোন বিপদের হাতছানি?
GPS Spoofing: বিশেষজ্ঞরা বলছেন, উড়ন্ত বিমানের জিপিএস নিষ্ক্রিয় করে দিয়ে যে নাশকতা তা যে কোনও জঙ্গি হামলার থেকেও ভয়ঙ্কর। আর এই হামলা রোখাও খুব কঠিন। আর জিপিএস কাজ না করলে কী হবে জানেন তো? পথ হারিয়ে ফেলবে আকাশে থাকা বিমান। আর একেই বলা হয় জিপিএস স্পুফিং।
বিমান যাত্রায় এক অদ্ভূত বিপদ লুকিয়ে রয়েছে। সপ্তাহদুয়েক আগে আমাদের দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছিল দিল্লি ও মুম্বইয়ের কয়েকটি ভারতীয় যাত্রীবাহি বিমানে সাইবার হামলা হয়। সেই হামলা নাকি রুখে দেওয়া গিয়েছে। কী শুনতে অবাক লাগছে তো? বিমানে আবার কীভাবে সাইবার হামলা?
বিশেষজ্ঞরা বলছেন, উড়ন্ত বিমানের জিপিএস নিষ্ক্রিয় করে দিয়ে যে নাশকতা তা যে কোনও জঙ্গি হামলার থেকেও ভয়ঙ্কর। আর এই হামলা রোখাও খুব কঠিন। আর জিপিএস কাজ না করলে কী হবে জানেন তো? পথ হারিয়ে ফেলবে আকাশে থাকা বিমান। আর একেই বলা হয় জিপিএস স্পুফিং। আর এই সামান্য গোলমালের কারণে কিন্তু ভেঙে পড়তে পারে বিমান।
Published on: Dec 08, 2025 02:06 PM

