গেরিলা গার্ডেনিং: যেখানে-সেখানে বীজ ছড়াও

গেরিলা গার্ডেনিং: যেখানে-সেখানে বীজ ছড়াও

শুভঙ্কর চক্রবর্তী

|

Updated on: Jul 06, 2021 | 6:01 PM

Guerilla gardening: আমের আঁটি, পেঁপের বীজ, কাঁঠালের বীজ এবং আরও বিভিন্ন ফলের বীজ নিয়ে বেড়িয়ে পড়েন পিনাকীবাবু।

পিনাকী গুহ খাসনবিশ। পেশায় শিক্ষক। তবে পড়াশোনা ছাড়াও যে বার্তা তিনি তাঁর ছাত্রদের দিয়ে এসেছেন গত দু’বছর, তা হল ফাঁকা জায়গা দেখলেই ফলমূলের বীজ ছড়াও। আজ্ঞে হ্যাঁ, এ ধরনের গাছ লাগানোর বিলেতি নাম গেরিলা গার্ডেনিং। এমন কোনও জায়গা যা পরিত্যক্ত বা এমন কোনও স্থান যার নেই কোনও মালিক, সেখানে বীজ পুঁততে হয়। এভাবেই বহু দেশে শুরু হয়েছে সবুজায়নের বৃদ্ধি। আমের আঁটি, পেঁপের বীজ, কাঁঠালের বীজ এবং আরও বিভিন্ন ফলের বীজ নিয়ে বেড়িয়ে পড়েন পিনাকীবাবু। ছড়িয়ে দেন বিভিন্ন অঞ্চলে। তাঁর এই সবুজায়নের প্রকল্পে সাক্ষী থাকলেন TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী আর ক্যামেরা ধরলেন নন্দন পাল।

Published on: Jul 06, 2021 05:58 PM