Mount Kailash: উঠলেই বাড়ে চুল-নখ, ভূমিকম্পেও নড়ে না, কোন রহস্য লুকিয়ে কৈলাসে?

Nov 26, 2025 | 9:13 AM

Kailash: অভিজ্ঞ পর্বতারোহীদের অনেকেই দাবি করেন, “কৈলাসে ওঠার চেষ্টা করলেই মনে হয় যেন এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে।” বিশ্বের অন্যতম কিংবদন্তি পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, যিনি এভারেস্ট জয় করেছিলেন, কৈলাসের প্রসঙ্গ উঠলেই বিস্ময় প্রকাশ করেন। তাঁর কথায়—“কৈলাস শুধু একটি পাহাড় নয়, এখানে এমন রহস্য লুকিয়ে আছে যা মানুষের বোধের অতীত।”

অন্যদিকে বহু স্থানীয় মানুষের বিশ্বাস—হাজার হাজার বছর ধরে কৈলাসে ভগবান শিব ও পার্বতী গভীর তপস্যায় লিপ্ত। আবার আরেকটি মত অনুযায়ী, এই পর্বতের অভ্যন্তরে নাকি রয়েছে এক রহস্যময় অদৃশ্য নগরী। তার সঙ্গেই জড়িয়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনি। অভিজ্ঞ পর্বতারোহীদের অনেকেই দাবি করেন, “কৈলাসে ওঠার চেষ্টা করলেই মনে হয় যেন এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে।” বিশ্বের অন্যতম কিংবদন্তি পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, যিনি এভারেস্ট জয় করেছিলেন, কৈলাসের প্রসঙ্গ উঠলেই বিস্ময় প্রকাশ করেন। তাঁর কথায়—“কৈলাস শুধু একটি পাহাড় নয়, এখানে এমন রহস্য লুকিয়ে আছে যা মানুষের বোধের অতীত।”