Girish Park: গিরিশ পার্কে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ, আত্মহত্যা নাকি খুন?
Girish Park Body Recovered: বুধবার বিকেল চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেকটা সময় কাটলেও ঘরে ফেরেননি। তারপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। এ দিন, মৃতের ঘর থেকে একটি ট্যাব উদ্ধার হয়েছে। যেখানে লেখা ছিল 'LOST'। তবে এর নেপথ্যে কী কারণ তা স্পষ্ট নয়।
কলকাতা: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য় গিরিশপার্ক এলাকায়। জানা যাচ্ছে, মৃতের নাম সৌম্যদিত্য কুণ্ডু। বৃহস্পতিবার সকালে মেট্রোর তিন নম্বর গেটের পাশে পরিত্যক্ত পৈত্রিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। এই ঘটনার পরই উঠে আসছে একাধিক প্রশ্ন। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেকটা সময় কাটলেও ঘরে ফেরেননি। তারপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। এ দিন, মৃতের ঘর থেকে একটি ট্যাব উদ্ধার হয়েছে। যেখানে লেখা ছিল ‘LOST’। তবে এর নেপথ্যে কী কারণ তা স্পষ্ট নয়।
Latest Videos

