Elien In Pasific Ocean: প্রশান্ত মহাসাগরে এলিয়েন
আর সংকেত নয়। এবার পাওয়া গেল এলিয়েনদের মহাকাশযানের টুকরো। এমনই দাবি করছেন পদার্থবিজ্ঞানী আভি লোয়েব। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীর দাবি। প্রশান্ত মহাসাগরের তলায় ৫০টি চাকতির মতো ধাতব টুকরো পাওয়া গেছে। ওই টুকরো গুলোকে এলিয়েনদের মহাকাশযান বলে দাবি আভি লোয়েবের।
আর সংকেত নয়। এবার পাওয়া গেল এলিয়েনদের মহাকাশযানের টুকরো। এমনই দাবি করছেন পদার্থবিজ্ঞানী আভি লোয়েব। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীর দাবি। প্রশান্ত মহাসাগরের তলায় ৫০টি চাকতির মতো ধাতব টুকরো পাওয়া গেছে। ওই টুকরো গুলোকে এলিয়েনদের মহাকাশযান বলে দাবি আভি লোয়েবের। এতেই হৈচৈ পড়ে গেছে সারা দুনিয়ায়। নাসা যদিও এই দাবিকে সমর্থন করছে না। ছোট কোনও মহাজাগতিক বস্তু পৃথিবীতে ঢুকলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের নজরে আসে তা। সেক্ষেত্রে কীভাবে ওয়াশিংটনের নজর এড়িয়ে প্রশান্ত মহাসাগরে পড়ল ওই স্পেসশিপ। লোয়েব পাপুয়া নিউগিনির কাছে যে টুকরোগুলি পেয়েছেন তার নাম CNEOS 20140108 । নাসার মতে ২০১৭য় একটি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে। তখনই তাতে আগুন ধরে যায়। দ্রুত তা নিচের দিকে নেমে আসে।
Latest Videos