রাজনীতিতে মা ও মেয়ে, চর্চায় মানিকতলা আর বাগদা

রাজনীতিতে মা ও মেয়ে, চর্চায় মানিকতলা আর বাগদা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 15, 2024 | 8:50 PM

বঙ্গ রাজনীতিতে বাবা ছেলের জুটি অনেক দেখেছেন। হালফিলে দেখছেনও। কিন্তু মা মেয়ে জুটি কি আগে কখনও দেখেছেন? বঙ্গ রাজনীতি হোক বা দেশের রাজনীতি। তবে ভোটের খেলা শুরুর আগে মা মেয়ে জুটি নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। কোথাও মা রাজনীতির অ আ ক খ শিখিয়ে দিচ্ছেন মেয়েকে। আবার কোথাও মা ও মেয়ের মধ্যে প্রার্থী পদ নিয়ে টানটানির খবর নিয়ে সরগরম রাজ্য।

বঙ্গ রাজনীতিতে বাবা ছেলের জুটি অনেক দেখেছেন। হালফিলে দেখছেনও। কিন্তু মা মেয়ে জুটি কি আগে কখনও দেখেছেন? বঙ্গ রাজনীতি হোক বা দেশের রাজনীতি। মা মেয়ের জুটি খুব একটা চোখে পড়ে না। সনিয়া গান্ধীর উত্তরসূরী হিসেবে সবাই রাহুল গান্ধীকেই ধরেন। প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে আছেন, দলের হয়ে লড়াই করছেন, কিন্তু সনিয়ার পরের প্রজন্ম হিসেবে তাঁকে এখনও ভোটের ময়দানে দেখা যায়নি। একটা জল্পনা চলছে বটে ওয়েনাড থেকে উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। কিন্তু সেটা এখনও জল্পনার পর্যায়ে। কথায় বলে বাংলা আজ যা ভাবে দেশ কাল ভাবে। দেশের রাজনীতিতে ও কী তাই, অন্তত মা মেয়ের জুটির ক্ষেত্রে! বাংলার চারটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার দিকে তাকান। মানিকতলায় মা মেয়ের জুটি কত কথা। আবার বাগদা কেন্দ্রে মমতাবালা ঠাকুরের মেয়ে মধূপর্ণা ঠাকুর জোড়া ফুলের প্রার্থী। জুটিতে লুটি হবে কি না সেটা ভবিষ্যত্‍ বলবে। তবে ভোটের খেলা শুরুর আগে মা মেয়ে জুটি নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। কোথাও মা রাজনীতির অ আ ক খ শিখিয়ে দিচ্ছেন মেয়েকে। আবার কোথাও মা ও মেয়ের মধ্যে প্রার্থী পদ নিয়ে টানটানির খবর নিয়ে সরগরম রাজ্য।