Suvendu Adhikari: সকালে বাজার করে দেয়’, শুভেন্দুর নিশানায় রাজ্য পুলিশের একাংশ!
Suvendu Adhikari: পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, এই সমস্ত "পুলিশ কর্মীরাই পুলিশ প্রতিষ্ঠানের সমস্ত মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।" যে তিন জনের বক্তৃতা তিনি সাংবাদিক বৈঠকে তুলে ধরনে, তাঁরা হলেন ডিসিপি, কলকাতা পুলিশ শান্তনু সিনহা বিশ্বাস, এসআই রাহুল আমিন আলি শাহ, কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিশ্বজিৎ রাউত।
কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এক জন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, আরেক জন এসইপি পদমর্যাদার পুলিশ কর্তার বক্তৃতার ক্লিপিংস সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার এই বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এই বক্তব্যের মধ্যে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, এই সমস্ত “পুলিশ কর্মীরাই পুলিশ প্রতিষ্ঠানের সমস্ত মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।” যে তিন জনের বক্তৃতা তিনি সাংবাদিক বৈঠকে তুলে ধরনে, তাঁরা হলেন ডিসিপি, কলকাতা পুলিশ শান্তনু সিনহা বিশ্বাস, এসআই রাহুল আমিন আলি শাহ, কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিশ্বজিৎ রাউত।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

