Benefits Of Mosambi: ১ ফল ১০০০ গুন
লেবু অনেক রোগের প্রাকৃতিক উপশম। মরশুমি ফলও অনেক রোগ থেকে বাঁচায়। আর এই দুইয়ের সংমিশ্রণ মুসাম্বি লেবু। বর্ষার এই সময়ে বাজরে থাকে মুসাম্বি। অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এই লেবু। মুসাম্বির ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।
লেবু অনেক রোগের প্রাকৃতিক উপশম। মরশুমি ফলও অনেক রোগ থেকে বাঁচায়। আর এই দুইয়ের সংমিশ্রণ মুসাম্বি লেবু। বর্ষার এই সময়ে বাজরে থাকে মুসাম্বি। অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এই লেবু। মুসাম্বির ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। শরীরের নানান রোগ প্রতিরোধ করে এই লেবু। মুসাম্বি লেবুতে আছে অ্যান্টিআলসার বহু উপাদানও। তাই ডিটক্স ড্রিঙ্ক হিসাবে দারুণ মুসাম্বি জুস। মুসাম্বি ওজন কমাতেও সিদ্ধহস্ত। মেটাবলিজম রেট বাড়িয়ে শরীরের ওজন কমায় মুসাম্বি। মুসাম্বির ফাইবার শরীরের জলের জোগান দেয়, ওজনও কমায়। ত্বকের জন্য খুব ভাল মুসাম্বি। ত্বকের ক্ষয় ক্ষতি আটকায় মুসাম্বি। কোষ্ঠকাঠিন্য ও বদহজম রুখতে মুসাম্বির রস দারুণ কার্যকর।
Latest Videos