Benefits Of Shilajit: এই খনিজেই ম্যাজিক!
আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় শিলাজিতের হাজারো গুন। পুরুষের স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্যের খেয়াল রাখে খনিজ শিলাজিৎ । চিকিৎসকের পরামর্শে নিয়মিত এই খনিজ খেলে বাড়ে পুরুষের শুক্রাণুর সংখ্যা ও ফার্টিলিটি। হিমালয়ের পাথরে পাওয়া যায় এই খনিজ।
আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় শিলাজিতের হাজারো গুন। পুরুষের স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্যের খেয়াল রাখে খনিজ শিলাজিৎ । চিকিৎসকের পরামর্শে নিয়মিত এই খনিজ খেলে বাড়ে পুরুষের শুক্রাণুর সংখ্যা ও ফার্টিলিটি। হিমালয়ের পাথরে পাওয়া যায় এই খনিজ। বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ শিলাজিৎ। ওজন কমাতে, যৌবন ধরে রাখতে আর ভাইরাল অসুখের প্রতিরোধে দারুণ কার্যকর শিলাজিৎ। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় শিলাজিৎ। শুক্রাণুর মান ভাল করে শিলাজিৎ। অনেকের শারীরিক সম্পর্কে সমস্যার কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। শারীরিক দুর্বলতা কাটিয়ে সঙ্গিনীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় সাহায্য করে শিলাজিৎ। দীর্ঘদিন যৌবন ধরে রাখে ও যৌবন উপভোগ করতেও সহায়ক এই খনিজ। বয়স ধরে রাখে শিলাজিৎ। ভুলে যাবার রোগ অ্যালঝাইমার্স ডিজিজও প্রতিরোধ করে শিলাজিৎ।
Latest Videos
Latest News