AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Food For Diabetes: ডায়াবেটিসে এনার্জি দেবে এই খাবার

Healthy Food For Diabetes: ডায়াবেটিসে এনার্জি দেবে এই খাবার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 24, 2023 | 4:58 PM

Share

ডায়াবেটিসে দুর্বলতা আর ক্লান্তি যেন নিত্যসঙ্গী। রক্তশর্করায় ভোগেন যারা তাঁরা সহজেই ক্লান্ত হয়ে পড়েন। শরীরে শক্তির জোগানে তাই সঠিক ডায়েট প্ল্যান দরকার। খেতে হবে পর্যাপ্ত প্রোটিন ও ক্যালশিয়াম।

ডায়াবেটিসে দুর্বলতা আর ক্লান্তি যেন নিত্যসঙ্গী। রক্তশর্করায় ভোগেন যারা তাঁরা সহজেই ক্লান্ত হয়ে পড়েন। শরীরে শক্তির জোগানে তাই সঠিক ডায়েট প্ল্যান দরকার। খেতে হবে পর্যাপ্ত প্রোটিন ও ক্যালশিয়াম। হার্ট, কিডনি ও চোখ পরীক্ষা করান। মাছ মাংস ও ডিম খান। ছোট চারা রুই, পুকুরের বিভিন্ন মাছ ও ছোট মাছ খেতে পারেন। স্যামন মাছ খাওয়া ভাল। চিকিৎসক ও পুস্টিবিদের পরামর্শে ডায়েট প্ল্যান তৈরি করুন। খান দুধ, দই ও পনির। লো ফ্যাট দুধ খাওয়া উচিত। পনির ছাড়া খেতে পারেন টোফু। প্রতিদিন খান ১ বাটি ডাল। আখরোট, কিশমিশ,আমন্ড, পেস্তা ও আখরোট খেতে পারেন। পালং শাক, বাঁধাকপি ও ব্রকোলি খান। খান আমন্ড মিল্ক, ওটস সহ বিভিন্ন সিরিয়াল। খেতে পারেন তুলসী ও চিয়া বীজ। এই সব খাবার নিয়ম মেনে খেলে শরীরে এনার্জির ঘটতি ক্লান্তি, আর দুর্বলতা কেটে যাবে।