স্বামীর নামের বানান ভুল, প্যারালাইজড অবস্থায় যেতে হল শুনানিতে
একই ওয়ার্ডের বাসিন্দা আলিমা বিবিও পক্ষাঘাতগ্রস্ত। পালবাড়িতে বসবাস ৩০ বছর ধরে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল থাকায় দেওয়া হয়েছে শুনানির নোটিস। দুই ভোটারের বাড়ির লোক অ্যাম্বুলেন্সে করেই নিয়ে আসেন শুনানি কেন্দ্রে । শুনানি কেন্দ্রে পৌঁছানোর পরই তাঁদের জানানো হয়। অসুস্থ রোগীদের বাড়ি নিয়ে যেতে, তাঁদের বাড়িতে গিয়েই করা হবে শুনানি। তারপর অ্যাম্বুল্যান্সেই হয় শুনানি।
শেখ মনিরুদ্দিনের নাম বাদ গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। সেই কারণে দেওয়া হয়েছে শুনানির নোটিস। অন্যদিকে ওই একই ওয়ার্ডের বাসিন্দা আলিমা বিবিও পক্ষাঘাতগ্রস্ত। পালবাড়িতে বসবাস ৩০ বছর ধরে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও স্বামীর নামের বানান ভুল থাকায় দেওয়া হয়েছে শুনানির নোটিস।
দুই ভোটারের বাড়ির লোক অ্যাম্বুলেন্সে করেই নিয়ে আসেন শুনানি কেন্দ্রে । শুনানি কেন্দ্রে পৌঁছানোর পরই তাঁদের জানানো হয়। অসুস্থ রোগীদের বাড়ি নিয়ে যেতে, তাঁদের বাড়িতে গিয়েই করা হবে শুনানি। তারপর অ্যাম্বুল্যান্সেই হয় শুনানি।

