Calcutta High Court: আইপ্যাকের অফিসে তল্লাশি করতে গিয়ে ‘বাধা’! আদালতে ইডি
I-PAC Office Raid: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে 'তৃণমূলের নথি চুরি এবং প্রার্থী তালিকা চুরির' অভিযোগ তুললেন তিনি। পাল্টা ইডি গেল হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুললেন আধিকারিকেরা। মামলা দায়েরে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার হতে পারে শুনানি।
তদন্তে বাধার অভিযোগ ইডির, কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ‘অতিসক্রিয়তা’র। আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি ঘিরে দিনভর বজায় রইল উত্তেজনা। বাংলা সাক্ষী থাকল এক নজিরবিহীন ঘটনার। অকুস্থলে পৌঁছে গেলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘তৃণমূলের নথি চুরি এবং প্রার্থী তালিকা চুরির’ অভিযোগ তুললেন তিনি। পাল্টা ইডি গেল হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুললেন আধিকারিকেরা। মামলা দায়েরে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার হতে পারে শুনানি।
Published on: Jan 09, 2026 12:02 AM
Latest Videos

