High Risk On Samsung Mobile: আপনার স্য়ামসাংয়ের মোবাইল? সাবধান!

High Risk On Samsung Mobile: আপনার স্য়ামসাংয়ের মোবাইল? সাবধান!

rahul Sadhukhan

|

Updated on: Dec 17, 2023 | 8:11 PM

আপনার মোবাইল ফোন কী স্য়ামসাংয়ের? তাহলে সমূহ বিপদ!সতর্কতা জারি করেছে কেন্দ্র। কারণ, এই মোবাইল থেকে যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এক নিমেষে।

আপনার মোবাইল ফোন কী স্য়ামসাংয়ের? তাহলে সমূহ বিপদ!সতর্কতা জারি করেছে কেন্দ্র। কারণ, অআপনার স্যামসাং মোবাইল থেকে যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এক নিমেষে। কিন্তু কীভাবে ঘটছে এমন ঘটনা?

 

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের একটি সতর্কতা জারি। অনেক সিকিওরিটি সমস্যা রয়েছে স্যামসাংয়ের ফোনে। Samsung Android Version-11, 12, 13 এবং 14 ব্য়বহারকারীদের বিপদ বেশি। Google pay, Phonepe-এর মতো অ্যাপগুলি থেকে টাকাও উধাও হতে পারে। তাহলে বাঁচার উপায়। কীভাবে করা সম্ভব আপনার ফোনকে সুরক্ষিত?

 

 

প্রথমেই প্রয়োজন ফোনের সিকিওরিটি আপডেট। স্যামসাং সম্প্রতি একটি সিকিওরিটি আপডেট এনেছে। সেটিংসে সফ্টওয়্যার আপডেটে গিয়ে আপডেটগুলি করতে পারেন। কোনও অজানা অ্যাপ মোবাইলে ইন্সটল করবেন না। স্মার্টফোন ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন। নিয়মিত প্লে স্টোরি গিয়ে অ্যাপ আপডেট চেক করুন।

 

এবার আপনার মনে হতেই পারে, স্যামসাংয়ের এই অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ঠিক কোনকোন ফোনগুলিতে রয়েছে। Samsung Galaxy S23 সিরিজ, Galaxy Flip 5, Galaxy Fold 5 সিরিজ । এই ফোনগুলো আপনি ব্যবহার করেন? তাহলে আজই সাবধান হয়ে যান। সাইবার প্রতারণা বাড়ছে। প্রতারকদের খপ্পরে পড়ে লুটে যাবে লক্ষ লক্ষ টাকা। আপনার হাতেও থাকবে সেই প্রতারণা ঠেকাবার অস্ত্র।