Hilsha Fish in Digha: পাত ভরবে ইলিশে!
বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে ফের ইলিশের দেখা মিলছে দিঘায়। মঙ্গলবার প্রায় ৪ টনের কাছাকাছি ইলিশ উঠেছে দিঘা মোহনার আন্তর্জাতিক মৎস্য নিলাম কেন্দ্রে। পড়শি ওড়িশা রাজ্যেরও কিছু মাছ রয়েছে তাতে। স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংস্থার তরফে জানানো হয়েছে এ খবর।
বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে ফের ইলিশের দেখা মিলছে দিঘায়। মঙ্গলবার প্রায় ৪ টনের কাছাকাছি ইলিশ উঠেছে দিঘা মোহনার আন্তর্জাতিক মৎস্য নিলাম কেন্দ্রে। পড়শি ওড়িশা রাজ্যেরও কিছু মাছ রয়েছে তাতে। স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংস্থার তরফে জানানো হয়েছে এ খবর। ইলিশ উপযোগী আবহাওয়া তৈরি হওয়ায় আগামী কয়েকদিনে রূপোলি ফসলের আমদানি আরও বাড়তে পারে বলে মনে করছেন মৎস্যজীবী ও আড়ৎদারেরা। চলতি মাসের ১৪ তারিখে প্রায় ৪ টন ইলিশ উঠেছিল দিঘায়। তারপর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে আর সেভাবে ইলিশের দেখা মিলেছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়ার অনেকটাই উন্নতি ঘটেছে।বর্ষা হচ্ছে নিয়ম মেনে। আর বইছে মৃদুমন্দ পূবালী বাতাস।তাতেই ইলিশের ঝাঁক সমুদ্র থেকে স্রোতের উল্টোদিকে সাঁতরে আসছে আমাদের দিকে। এদিন বাজারে ওঠা ইলিশগুলির ওজন ও গড় ছিল বেশ উন্নত। ৫০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত। দামও তেমন চড়া। ৬০০ টাকা থেকে ১৪০০ টাকা। ফলে বাধ সাধা দামের কারণে ইলিশের ধারেকাছে ঘেঁষার সুযোগই হয়নি আমবাঙালির। ইলিশকে নাগালে পেতে তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নবকুমার পয়ড়্যা। তিনি বলেছেন, ‘ আবহাওয়া ইলিশ উপযোগীও রয়েছে। সমুদ্রে অনেক লঞ্চ ট্রলার রয়েছে। খবর আসছে, তাদের জালে ইলিশ উঠছে বলে। তা হলে আগামী দুয়েকদিন ইলিশের আমদানি আরও বাড়বে। ফলে দামও আরও কমবে।’