AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly BLO:  কোন্ননগরে অসুস্থ বিএলও-কে ফোন মমতার, পরিবারকে ১ লক্ষ টাকা

Hooghly BLO: কোন্ননগরে অসুস্থ বিএলও-কে ফোন মমতার, পরিবারকে ১ লক্ষ টাকা

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 22, 2025 | 5:20 PM

Share

Hooghly BLO: রাত জেগে এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করতে গিয়ে আরও চাপ তৈরি হয়। তারপরই কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। গোটা ঘটনাই মুখ্যমান্ত্রীকে জানান তপতির দেওর প্রদীপ বিশ্বাস। কোন্নগর পুরসভার মাতৃ সদন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ বিএলও-কে।

হুগলি: কোন্ননগরের অসুস্থ বিএলও-র পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠালেন মুখ্যমন্ত্রী।স এসআইআর-এর কাজের মাঝেই সেরিব্রাল অ্যাটাক হয় কোন্নগরের বিএলও তপতি বিশ্বাসের। তার পরিবার জানিয়েছিল, এসআইআর-এর কাজ গিয়ে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন তপতি। রাত জেগে এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করতে গিয়ে আরও চাপ তৈরি হয়। তারপরই কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। গোটা ঘটনাই মুখ্যমান্ত্রীকে জানান তপতির দেওর প্রদীপ বিশ্বাস। কোন্নগর পুরসভার মাতৃ সদন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ বিএলও-কে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে গিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

 

Published on: Nov 22, 2025 04:47 PM