Basirhat Accident News: দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

Basirhat Accident News: দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 4:20 PM

২ চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত এক, আহত এক। বসিরহাটের মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাসন্তী হাইওয়ের (রাজ‍্য সড়ক ৩এ) ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী হাইওয়েতে‌ মালঞ্চ থেকে ঘটকপুকুরগামী একটি আরটিকা গাড়ির সঙ্গে একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। মিনাখা়ঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনায় গুরুতর আহত হয়।

২ চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত এক, আহত এক। বসিরহাটের মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাসন্তী হাইওয়ের (রাজ‍্য সড়ক ৩এ) ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী হাইওয়েতে‌ মালঞ্চ থেকে ঘটকপুকুরগামী একটি আরটিকা গাড়ির সঙ্গে একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। মিনাখা়ঁ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনায় গুরুতর আহত হয়। নেরুলি কাজীপাড়া এলাকার বাসিন্দা ৪৫ বছরের হানিফ গাজী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। চিকিৎসাকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ঘটনায় আরও একজন আহত হয়। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।