Horror Rail Station: ভূতুড়ে রেলস্টেশন!

Horror Rail Station: ভূতুড়ে রেলস্টেশন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 5:08 PM

অনেকের ধারণা, আমাদের দেশে বেশ কয়েকটি রেলস্টেশন আছে যেখানে ভূত আছে। হিমাচল প্রদেশে একটি ভৌতিক রেলস্টেশন আছে। সেখানে একটি ৩৩ নম্বর টানেল আছে। অনেকেই বলেন, সেখানে বেশ কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড মানুষ দেখেছেন।

অনেকের ধারণা, আমাদের দেশে বেশ কয়েকটি রেলস্টেশন আছে যেখানে ভূত আছে। হিমাচল প্রদেশে একটি ভৌতিক রেলস্টেশন আছে। সেখানে একটি ৩৩ নম্বর টানেল আছে। অনেকেই বলেন, সেখানে বেশ কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড মানুষ দেখেছেন। শোনা যায়, এই টানেলটি বানিয়েছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারোগ। অনেকের ধারণা,তিনি আত্মহত্যা করেছিলেন এই টানেল দিয়ে হাঁটার সময়। সেই থেকে মানুষের বিশ্বাস, কর্নেল বারোগের আত্মা এই টানেলে ঘুরে বেড়ায়। অনেকেই বলেন কলকাতার রবীন্দ্র সরোবর স্টেশনে ভূত আছে। অনেকের ধারণা, রাত সাড়ে দশটার দিকে শেষ মেট্রো যাওয়ার সময় রেল লাইনে ভূত দেখা যায়। এই স্টেশনে অনেক মানুষ আত্মহত্যা করেছেন। অনেকে বলেন, গভীর রাতে ছায়াও দেখা যায় এখানে। পুরুলিয়াতে বেগুনকোদর নামে একটি ভৌতিক রেলস্টেশন আছে। ১৯৬৭ সালে একজন রেলকর্মীর দাবি, তিনি দেখতে পেয়েছিলেন এক মহিলার আত্মাকে। অনেকের ধারণা, রেল দুর্ঘটনার জন্য সেই মহিলার মৃত্যু হয়েছিল। সেখান থেকেই এটিকে ভৌতিক রেলস্টেশন বলে মনে করা হয়। মুম্বইয়ে আছে একটি ভৌতিক রেলস্টেশন। সেই রেলস্টেশনের নাম ডোম্বিভলি। অনেকের দাবি, সেখানেও একটি মহিলা ভূতকে দেখা গিয়েছিল।