Mithun Chakraborty: মহিলারা ৮ টার পর বাড়ি থেকে না বেরোলে চ্যাম্পিয়ন হবে কী করে?: মিঠুন চক্রবর্তী
BJP Leader Mithun Chakraborty on SIR: মিঠুন চক্রবর্তী বললেন, এসআইআরে তো কোথাও বলা হয়নি, কোনও ভারতীয়কে দেশ থেকে বের করে দেওয়া হবে। তাহলে চিন্তা যাঁরা ভারতীয় নয়, তাঁদের। এসআইআর বিরোধী মিছিল, ভারতীয় নন যাঁরা তাঁদের জন্য এই মিছিল।
মালদহে বিজেপির সভায় মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে একদিকে তিনি মুখ খুললেন এসআইআর নিয়ে। অন্যদিকে, মুখ খুললেন ভারতীয় প্রমীলা বাহিনীর বিশ্বজয় নিয়েও। তাঁর কথার ছত্রে ছত্রে বিপক্ষের জন্য ঝরে পড়ল ব্যাঙ্গ।
এসআইআরের বিরুদ্ধে মিছিল হচ্ছে শুনে মিঠুন চক্রবর্তী বললেন, “এসআইআর বিরোধী মিছিল, ভারতীয় নন যাঁরা তাঁদের জন্য এই মিছিল”। তারপর তিনি বুঝিয়েও দিলেন, কেন এমন বললেন তিনি। তিনি বললেন, এসআইআরে তো কোথাও বলা হয়নি, কোনও ভারতীয়কে দেশ থেকে বের করে দেওয়া হবে। তাহলে চিন্তা যাঁরা ভারতীয় নয়, তাঁদের।
পরবর্তীতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে নিয়েও বললেন তিনি। মিঠুন বললেন, “মহিলাদের তো আটটার পর বেরতে বারণ করেছিলেন তিনি”। “মহিলারা ৮ টার পর বাড়ি থেকে না বেরোলে চ্যাম্পিয়ন হবে কী করে?”, প্রশ্নও তুললেন মহাগুরু।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

