Coonavirus Effects: অকাল মৃত্যুতে কি দায়ী করোনা?

কোভিড পরবর্তীকালে বেড়েছে অকাল মৃত্যু। মৃত্যু বেড়েছে ১৮-৪৫ বয়সীদের। ছিল না কো-মর্বিডিটি। তবে মৃত্যুর কারণ কী? শুরু হয়েছে আইসিএমআরের সমীক্ষা। অল্পবয়সিদের হঠাৎ মৃত্যু ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Coonavirus Effects: অকাল মৃত্যুতে কি দায়ী করোনা?
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 1:53 PM

কোভিড পরবর্তীকালে বেড়েছে অকাল মৃত্যু। মৃত্যু বেড়েছে ১৮-৪৫ বয়সীদের। ছিল না কো-মর্বিডিটি। তবে মৃত্যুর কারণ কী? শুরু হয়েছে আইসিএমআরের সমীক্ষা। অল্পবয়সিদের হঠাৎ মৃত্যু ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এইজন্য কোভিডের কোনও কারণ আছে কিনা তাও দেখা হচ্ছে। চেষ্টা চলছে কীভাবে আটকানো যাবে অল্পবয়সিদের মৃত্যু। আইসিএমআর ৫০ জন অল্পবয়সিদের ময়নাতদন্তের রিপোর্ট দেখবে। দেখা হবে আরও ১০০টি অটোপ্সি রিপোর্ট। জানার চেষ্টা করা হবে করোনার সঙ্গে কোনও যোগ আছে কি না। কোভিডে আক্রান্তদের সুস্থ হওয়ার পর,শারীরিক বদল লক্ষ করবে আইসিএমআর। দেখা হবে হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়েছে কি না। অকাল মৃত্যুর কারণ জানতে তাঁরা একাধিক বিষয়ে নজর দিচ্ছেন। ধূমপানের ইতিহাস,কোভিড ইতিহাস, ডায়েটের তথ্য দেখা হচ্ছে। আইসিএমআরের মতে, কোভিডের পরে মানুষের জীবনযাত্রার অনেক বদল ঘটেছে। সেটাই প্রাণঘাতীর কারণ কি না দেখা হচ্ছে।

Follow Us: