Dutch Reach Method: দুর্ঘটনা কমাবে ‘ডাচ রিচ’
Car Accident: দুনিয়াজুড়ে ভুল পদ্ধতিতে গাড়ির দরজা খোলার কারণে দুর্ঘটনা হয়। এতে আহত হন সাইক্লিস্ট, মটোরিস্ট ও পথচারীরা। গাড়ি থেকে নামার সময় পিছন দিকে না তাকিয়ে দরজা খোলায় আচমকা আঘাত লাগে। এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে 'ডাচ রিচ'।
দুনিয়াজুড়ে ভুল পদ্ধতিতে গাড়ির দরজা খোলার কারণে দুর্ঘটনা হয়। এতে আহত হন সাইক্লিস্ট, মটোরিস্ট ও পথচারীরা। গাড়ি থেকে নামার সময় পিছন দিকে না তাকিয়ে দরজা খোলায় আচমকা আঘাত লাগে। এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে ‘ডাচ রিচ’। ‘ডাচ রিচ’ পদ্ধতিতে দরজা থেকে দূরবর্তী হাত দিয়ে দরজা খুলতে বলা হয়। আরোহী বা চালকের বাম দিকের দরজা খোলার জন্য ডান হাত ব্যবহার করতে হয় ‘ডাচ রিচ’ পদ্ধতিতে।
ডান দিকের দরজা খোলার জন্য বাম হাত ব্যবহার করতে হয় ‘ডাচ রিচ’ পদ্ধতিতে। এতে ড্রাইভার বা আরোহী পেছনের গাড়ি দেখতে পান। অপরদিকে রাস্তায় দিয়ে আসা গাড়ি বা পথচারী সাবধান হওয়ার সময়ও পেয়ে যান। ভারতে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা অত্যন্ত বেশি। এখানে তীব্র যানজটে হঠাৎ দরজা খুললে দুর্ঘটনা হতে পারে। ভারতে ‘ডাচ রিচ’ পদ্ধতি অবলম্বন করলে দুর্ঘটনা অনেকটাই কমবে। এমনটাই মত অটোমোবাইল বিশেষজ্ঞদের।