Winter 2026: শীতের কামড় কতদিন থাকবে? কী বলছে আবহাওয়া দফতর?
Winter in Bengal: মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থিতু হলেও শহরতলি এলাকা বিশেষ করে দমদমে পারদ ১০-এর গণ্ডি ছাড়িয়ে ৯.৮ ডিগ্রিতে নেমে এসেছে। তবে কনকনে শীতের এই দাপট থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আগামী শনিবার থেকে, কারণ সেদিন থেকে রাজ্যে হাওয়ার অভিমুখ বদলানোর সম্ভাবনা রয়েছে।
রাজ্যজুড়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত, যার জেরে হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপটে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তুরে হাওয়ার প্রবল দাপটে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সর্বত্রই পারদ পতন অব্যাহত। মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থিতু হলেও শহরতলি এলাকা বিশেষ করে দমদমে পারদ ১০-এর গণ্ডি ছাড়িয়ে ৯.৮ ডিগ্রিতে নেমে এসেছে। তবে কনকনে শীতের এই দাপট থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আগামী শনিবার থেকে, কারণ সেদিন থেকে রাজ্যে হাওয়ার অভিমুখ বদলানোর সম্ভাবনা রয়েছে।

