Holi 2023: ত্বকের থেকে রং তুলবেন কীভাবে?

Holi 2023: ত্বকের থেকে রং তুলবেন কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 06, 2023 | 7:50 PM

রং থেকে ত্বকের অনেক রকম ক্ষতি হয়। আজকাল আবিরের মধ্যেও গুঁড়ো রং মেশানো থাকে। সেই রং উঠতেও বেশ সময় লাগে। অনেকে মোবিল,বাঁদর রং,কাদা এসব দিয়ে রং খেলায় মাতেন যা খুবই অন্যায়।

রং থেকে ত্বকের অনেক রকম ক্ষতি হয়। আজকাল আবিরের মধ্যেও গুঁড়ো রং মেশানো থাকে। সেই রং উঠতেও বেশ সময় লাগে। অনেকে মোবিল,বাঁদর রং,কাদা এসব দিয়ে রং খেলায় মাতেন যা খুবই অন্যায়। এই রং তুলতে গিয়ে মরিয়া হয়ে ছোবড়া, স্কচবাইট সবই গায়ের জোরে ঘষতে থাকেন। এতেই ত্বকের বেশি ক্ষতি হয়। আর তাই সারাবছর ত্বকের যত্ন না নিলেও রং খেলতে যাওয়ার আগে কিছু টিপস মেনে চলতেই হবে। মুখ খুব ভাল করে ক্লিন করে নিতে হবে। ক্লিনজিং মিল্ক তুলোয় নিয়ে মুখে ভাল করে বুলিয়ে নিন। এতে সব ময়লা উঠে আসবে। এবার মুখে টোনার লাগিয়ে নিন। রোদের মধ্যে বেরনোর আগে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। এতে রং মাখলেও মুখে কোনও কালো ছোপ ধরবে না। রং খেলতে গেলে দাঁতে, ঠোঁটে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। রং খেলতে যাওয়ার আগে ঠোঁটে ভাল করে ভেসলিন লাগিয়ে নিতে হবে। প্রয়োজনে লিপ বাম ব্যবহার করতে পারেন।খেলতে বেরনোর আগে অবশ্যই ভাল করে ক্রিম, তেল এসব লাগাবেন। চোখে সানগ্লাস আর চুল বেঁধে রাখবেন। প্রয়োজনে টুপি পরুন। তাহলে চুলে বেশি আবিরও লাগবে না।