Children Asthma Attack: হঠাৎ শিশুর শ্বাসকষ্ট হলে কি করবেন?

Children Asthma Attack: হঠাৎ শিশুর শ্বাসকষ্ট হলে কি করবেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 7:15 PM

শিশুদের শরীরে ক্রমশ বাড়ছে অ্যাজমা রোগ। ফুসফুসে এলার্জির জন্য প্রদাহ হয়। সেখান থেকে শুরু হয় কাশি,শ্বাসকষ্ট। অনেক অভিভাবকরা সেভাবে গুরুত্ব দেন না এই রোগকে। এই রোগের কারণে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। শিশুদের অ্যাজমা নিয়ে শুরু হয়ে গেল অ্যাজমাকন কনফারেন্স। শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং। অনেকেই ভাবেন ইনহেলার নেশার। কিন্তু বাস্তবে তা একদমই নয়। সঠিক সময়ে সঠিকভাবে ইনহেলার দিলে নিয়ন্ত্রণ করা যায় অ্যাজমা রোগকে।

শিশুদের শরীরে ক্রমশ বাড়ছে অ্যাজমা রোগ। ফুসফুসে এলার্জির জন্য প্রদাহ হয়। সেখান থেকে শুরু হয় কাশি,শ্বাসকষ্ট। অনেক অভিভাবকরা সেভাবে গুরুত্ব দেন না এই রোগকে। এই রোগের কারণে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। শিশুদের অ্যাজমা নিয়ে শুরু হয়ে গেল অ্যাজমাকন কনফারেন্স। সেখানে উপস্থিত ছিল সারা পৃথিবীর বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকেরা। অ্যাজমাকে নিয়ন্ত্রণ করার জন্য আনা হয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। শিশুরা অধিকাংশ সময় স্কুলে কেটে যায়। সেই সময় তারা যদি অ্যাজমা রোগে আক্রান্ত হয়, তাহলে কী করবেন? সঠিক সময় চিকিৎসা শুরু না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং। অনেকেই ভাবেন ইনহেলার নেশার। কিন্তু বাস্তবে তা একদমই নয়। সঠিক সময়ে সঠিকভাবে ইনহেলার দিলে নিয়ন্ত্রণ করা যায় অ্যাজমা রোগকে।