Messi in Kolkata: কীভাবে যুবভারতীর চড়া দামের টিকিটের টাকা রিফান্ড হবে?
Kolkata: কোন পদ্ধতিতে রিফান্ড হবে তা নিয়ে ধোঁয়াশায় দর্শকরা। নেই স্পষ্ট কোনও নির্দেশিকা। এক দর্শক বলছেন, “আমরা যাঁরা এত কষ্ট করে টাকা দিয়েছি সেই টাকা আমরা ফেরত চাই। অনেকে অনেক কষ্ট করে টাকা জোগার করেছিল। টিকিটের দাম এখন যদি ফেরত দেয় তাহলে খুবই ভাল হয়।”
কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে টিকিটের দাম ফেরতের কথা একদিন আগেই জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তা নিয়ে চাপানউতোরও শুরু হয়ে যায়। উদ্যোক্তা দিনের শেষে টাকা ফেরত দেবে তো? কীভাবে হবে রিফান্ড? সেই প্রশ্ন ঘুরতে থাকে। কোন পদ্ধতিতে রিফান্ড হবে তা নিয়ে ধোঁয়াশায় দর্শকরা। নেই স্পষ্ট কোনও নির্দেশিকা। এক দর্শক বলছেন, “আমরা যাঁরা এত কষ্ট করে টাকা দিয়েছি সেই টাকা আমরা ফেরত চাই। অনেকে অনেক কষ্ট করে টাকা জোগার করেছিল। টিকিটের দাম এখন যদি ফেরত দেয় তাহলে খুবই ভাল হয়। আর এক দর্শক টিকিট দেখিয়ে বলছেন, “টিকিটটা দেখলেই আমাদের মনে হবে কলঙ্কিত দিন।”

