‘পুলিশ কী গেম খেলছে জানি না…’, বললেন ভোলানাথ
ভোলানাথ ঘোষ আরও বলেন, "প্রশাসনের প্রতি আস্থা আছে। হয়তো কোনও তথ্য পেয়েছে সেই জন্যই পুলিশ অন্যদের গ্রেফতার করেছে। আমি যাদের নামে এফআইআর করেছি তারা গ্রেফতার না হওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।"
উত্তর ২৪ পরগনা: যাঁদের নামে এফআইআর করা হয়েছে, তাঁরা এখনও কেউ গ্রেফতার হয়নি। তাতেই চিন্তিত ভোলানাথ ঘোষের পরিবার। তিনি বললেন, “আতঙ্কিত আমি , জেল থেকে শেখ শাহজাহান আগের থেকে তাঁর সাম্রাজ্য নিখুঁতভাবে চালাচ্ছেন।” ভোলানাথ ঘোষ আরও বলেন, “প্রশাসনের প্রতি আস্থা আছে।
হয়তো কোনও তথ্য পেয়েছে সেই জন্যই পুলিশ অন্যদের গ্রেফতার করেছে। আমি যাদের নামে এফআইআর করেছি তারা গ্রেফতার না হওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।” অভিযুক্তরা বাজারে ঘুরছে বলে দাবি ভোলানাথের। তাঁর কথায়, “পুলিশ কী গেম খেলছে সেটা বলতে পারবো না। তদন্তের স্বার্থে পুলিশ আস্তে আস্তে মাথা পর্যন্ত নিশ্চয় পৌঁছাবেই।”

