Blast in Delhi: দিল্লি বিস্ফোরণের আগে নানা এলাকায় রেইকি করে i20!

| Edited By: জয়দীপ দাস

Nov 11, 2025 | 9:28 PM

Delhi Explosion: ফরিদাবাদ থেকে আটক গাড়ির মালিক। তারপর থেকেই এই কাণ্ডে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, বিস্ফোরণের আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরে ওই গাড়ি। ঘটনার প্রায় ৩০ মিনিট আগেও বিস্ফোরণ যে জায়গায় হয়েছে সেখান থেকে ঘুরে যায় গাড়িটি।

নয়া দিল্লি: একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি। তা নিয়ে শোরগোল আন্তর্জাতিক আঙিনাতেও। প্রাথমিক তদন্তে গোয়েন্দা, দিল্লি পুলিশের অনুমান এর পিছনে নাশকতাই রয়েছে। লালকেল্লার কাছে যে আই-২০ গাড়িতে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। ফরিদাবাদ থেকে আটক গাড়ির মালিক। তারপর থেকেই এই কাণ্ডে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, বিস্ফোরণের আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরে ওই গাড়ি। ঘটনার প্রায় ৩০ মিনিট আগেও বিস্ফোরণ যে জায়গায় হয়েছে সেখান থেকে ঘুরে যায় গাড়িটি।