AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC CWC: ভারতের তৃতীয় ৫০ ওভারের World Cup জয়, প্রথম বাঙালি হিসাবে কাপজয়ী রিচার!

ICC CWC: ভারতের তৃতীয় ৫০ ওভারের World Cup জয়, প্রথম বাঙালি হিসাবে কাপজয়ী রিচার!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 03, 2025 | 4:20 PM

Share

Richa Ghosh: অবশেষে প্রথম বাঙালি হিসাবে বিশ্বজয় করলেন শিলিগুড়ির রিচা ঘোষ। ফাইনালে ব্যাট হাতে মারকাটারি ইনিংস খেলে ছাপ রাখলেন কাপ জয়ে। ঘরের মেয়ের বিশ্বজয়ের খবর পেতেই মধ্যরাতে উৎসবে মেতে ওঠেন শিলিগুড়ির বাসিন্দারা।

সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি, পারেননি ঝুলন গোস্বামীও। অবশেষে প্রথম বাঙালি হিসাবে বিশ্বজয় করলেন শিলিগুড়ির রিচা ঘোষ। ফাইনালে ব্যাট হাতে মারকাটারি ইনিংস খেলে ছাপ রাখলেন কাপ জয়ে। ঘরের মেয়ের বিশ্বজয়ের খবর পেতেই মধ্যরাতে উৎসবে মেতে ওঠেন শিলিগুড়ির বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে পড়েন শহরের মানুষ।

রিচার বিশ্বজয়ে গর্বিত তাঁর পরিবারও। রিচার বাবা বলছেন এই জয়কে, এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করার কোনও ক্ষমতা তাঁর নেই। “একটা স্বপ্নপূরণ হল। একটা ঘোরের মধ্যে আছি”, বলছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। এই বিশ্বজয়ে যেন ঘোরের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। ম্যাচ শেষে তাঁর হাতেও ট্রফি তুলে দেন বিশ্বজয়ীরা।

Published on: Nov 03, 2025 04:18 PM