Idi Amin Controversy: এই রাষ্ট্রপতির যৌন কেলেঙ্কারি ফাঁস!

১৯৭১ সালে ২৫ জানুয়ারি তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে তিনি পুলিশ বাহিনীকে ভেঙে দেন। ইদি তৈরি করেন একটি কিলার ফৌজ। সেই ফৌজ তরুণীদের অপহরণ করত। তারপর প্রেসিডেন্টের হাতে সেই তরুণীদের তুলে দেওয়া হত। আমিন বিরোধীদের দাবি, উগান্ডার প্রেসিডেন্ট একাধিক নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন

Idi Amin Controversy: এই রাষ্ট্রপতির যৌন কেলেঙ্কারি ফাঁস!
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 3:19 PM

উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিনের যৌন কেলেঙ্কারি ফাঁস। তাঁর ৬ জন স্ত্রী ছিল ও রক্ষিতার সংখ্যা প্রায় ৫০ । এমনকি তিনি তাঁর বোনকেও যৌন নির্যাতন করতেন। ১৯৭১ সালে ২৫ জানুয়ারি তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে তিনি পুলিশ বাহিনীকে ভেঙে দেন। ইদি তৈরি করেন একটি কিলার ফৌজ। সেই ফৌজ তরুণীদের অপহরণ করত। তারপর প্রেসিডেন্টের হাতে সেই তরুণীদের তুলে দেওয়া হত। আমিন বিরোধীদের দাবি, উগান্ডার প্রেসিডেন্ট একাধিক নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন। কেউ প্রতিবাদ করলে,তাঁদের খুন করা হত। ২০০৩ সালে আমিন মারা যান সৌদি আরবের একটি হাসপাতালে। শেষ জীবনে তিনি ২ জন স্ত্রীয়ের সঙ্গে থাকতেন। তাঁদের নাম হল সারাহ ও মদিনা। মদিনার দাবি, আমিনের ৪০ টি সন্তান ছিল। আমিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানুষের মাংস খেতেন তিনি। একটি বিশেষ ঘরে ফ্রিজারে নর মাংস রাখা হত। এই মাংস রান্নার জন্য বিশেষ রাঁধুনিও ছিল।

Follow Us: