Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidhu Moosewala Mother Pregnant: অন্তঃসত্ত্বা মৃত গায়ক সিধু মুসেওয়ালার মা

Sidhu Moosewala Mother Pregnant: অন্তঃসত্ত্বা মৃত গায়ক সিধু মুসেওয়ালার মা

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Feb 27, 2024 | 10:17 PM

Punjabi Singer: ২০২২ সালে খুন হয়েছিলেন পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার খুন করে তাঁকে। এই খবরে তোলপাড় হয়। মুসেওয়ালার অকালমৃত্যুর পর ভেঙে পড়ে তাঁর গোটা পরিবার। সম্প্রতি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সিধু মুসেওয়ালার মা চরণ কৌর নাকি ফের অন্তঃসত্ত্বা হয়েছেন। আইভিএফ (IVF) পদ্ধতিতে সন্তানসম্ভবা হয়েছেন তিনি। বয়স পেরিয়েছে ৫০। কিছুদিনের মধ্যেই সুখবর আসবে।

এ কী বললেন মমতা?
৩ মার্চ রাত আটটায় জি বাংলার পর্দায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ান-এ সদ্য নিয়েছেন অংশ তিনি। আর তার প্রোমো প্রকাশ্যে আসতেই ভক্তদের নজর কাড়ল। মমতা মন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অন্যরূপে। সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করে নিলেন শৈশবের কঠিন লড়াইয়ের কথা। আক্ষেপ করে বললেন, “আমার ছোটবেলা হারিয়ে গিয়েছে…।”

কবে মুক্তি পাচ্ছে আমিরের ছবি?
কবে আসছে আমির খানের পরবর্তী ছবি? দীর্ঘ অপেক্ষার পর মিলল উত্তর। তিনি সদ্য শুরু করেছেন তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর শুটিং। আমিরের কথায়, “আমার ইচ্ছে আছে চলতি বছর ডিসেম্বরেই ছবি মুক্তি করার। দেখা যাক কতটা কাজ এগোয়।”

টাইগার-অক্ষয়ের চমক
অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। ছবির দুই সুপাস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফ এখন ব্যস্ত সেই ছবিরই প্রচারে। আর লখনউয়ে পা রাখতেই চমকে দিলেন তাঁরা, জুটিকে দেখতে জনস্রোত রাস্তায়। আর বিশাল জনতার সামনে লাইভ স্টান্ট করে তাক লাগালেন অক্ষয়-টাইগার। মুহূর্তে ভিডিয়ো হল ভাইরাল।

অন্তঃসত্ত্বা মৃত গায়ক সিধু মুসেওয়ালার মা
২০২২ সালে খুন হয়েছিলেন পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার খুন করে তাঁকে। এই খবরে তোলপাড় হয়। মুসেওয়ালার অকালমৃত্যুর পর ভেঙে পড়ে তাঁর গোটা পরিবার। সম্প্রতি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সিধু মুসেওয়ালার মা চরণ কৌর নাকি ফের অন্তঃসত্ত্বা হয়েছেন। আইভিএফ (IVF) পদ্ধতিতে সন্তানসম্ভবা হয়েছেন তিনি। বয়স পেরিয়েছে ৫০। কিছুদিনের মধ্যেই সুখবর আসবে।

প্রয়াত ‘পঞ্চায়েত ২’-খ্যাত অভিনেত্রী
সোমবার বিহারের কাইমুর অঞ্চলে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত ২’-এর অভিনেত্রী আঁচল তিওয়ারি-সহ মোট ৯ জন। পুলিশ সূত্রে খবর, কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় NH 2-এ দেবকালীর কাছে একটি গাড়ি প্রথমে এক বাইকে ধাক্কা দেয়। এরপরেই গাড়ি ও বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যেতে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই দুই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী-সহ গাড়ির যাত্রীদের।

নেহা-রোহনের বিচ্ছেদ?
রটেছে, বিয়ের তিন বছরের মাথায় আলাদা হচ্ছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। এবার এই নিয়ে মুখ খুললেন নেহা। বললেন, “যবে থেকে বিয়ে হয়েছে আমার, তবে থেকে দু’টি গুঞ্জন শুনে-শুনে আমি ক্লান্ত। এক আমি অন্তঃসত্ত্বা। আর দুই, আমার বিচ্ছেদ হচ্ছে। এই সব শুনে ভীষণ খারাপ লাগে। মানুষ গসিপের জন্য অনেক কিছু বলে। যদিও আমি চেষ্টা করেছি এই সবে মন না-দেওয়ার। কারণ আমি জানি, সত্যিটা কী।”

এখন কোথায় রম্ভা?
নব্বই দশকের অভিনেত্রী রম্ভা। শ্রীলঙ্কার বংশোদ্ভূত কানাডাবাসী ব্যবসায়ী ইন্দ্রকুমারকে বিয়ে করেন। তারপর জানতে পারেন, তাঁকে ঠকিয়ে বিয়ে করেছেন ইন্দ্রকুমার। তাঁর আগে থেকেই এক স্ত্রী বর্তমান। রেগেমেগে সংসার ত্যাগ করেন রম্ভা। কিন্তু ইন্দ্রকুমার তাঁকে ফের নিতে যেতে এসেছিলেন। রম্ভার শর্ত অনুযায়ী, প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে হয়েছিল ইন্দ্রকুমারকে। বর্তমানে দুই কন্যা, এক পুত্রের জননী রম্ভা অভিনয়কে চিরকালের মতো বিদায় জানিয়ে সংসার এবং সন্তান প্রতিপালনে ব্যস্ত।

ভরতের আক্ষেপ
দ্বিতীয় স্ত্রী তাঁর চেয়ে ১৮ বছরের ছোট। টালিগঞ্জের অভিনেতা ভরত কল দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কে। প্রথমে তাঁদের ‘বাবা-মেয়ে’র আখ্যা দিয়েছিল সোশ্যাল মিডিয়া। ভরত বলেছেন, “স্ত্রীকে আমার কন্যা বলত লোকে, খারাপ লাগত; কিন্তু আমি তোয়াক্কা করিনি। কেবল এড়িয়ে গিয়েছি।”

গর্বিত আদৃত
সম্প্রতি জি বাংলা আয়োজিত সোনার সংসার অ্যাওয়ার্ড আয়োজিত হল। ওই অনুষ্ঠানে সেরা ‘জা’ বিভাগে পুরস্কার পান কৌশাম্বী চক্রবর্তী। হবু বউ পুরস্কার পেতেই উচ্ছ্বাস আর চেপে রাখেননি আদৃত। পুরস্কার-সহ কৌশাম্বীর এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “অভিনন্দন।” সম্পর্কের গোপনীয়তা দূর হল অবশেষে?