R G Kar: শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবার তাকে কাচে ঘেরা বিশেষ গাড়িতে করে আদালতে নিয়ে যায় পুলিশ। এবার ব্যতিক্রম হল তারও। সঞ্জয় বেরোতেই গাড়ির ছাদে অবিরাম চাপড়াতে শুরু করে পুলিশ ও ব়্যাফ। প্রিজন ভ্যানের ড্রাইভার ক্রমাগত বাজাতে থাকেন হর্ন। তারপরই শুরু হয় গুঞ্জন
কথায় বলে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। সে কথনই যেন আরও একবার সত্যি হতে দেখা গেল শিয়ালদহ আদালতের বাইরে। সেখানে আরও একবার প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে। এর আগে দেখা গিয়েছে প্রিজ়ন ভ্যানে থাকাকালীন সাংবাদিকদের উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সঞ্জয়। কখনও বলেছেন, ধর্ষণ-খুনে তিনি যুক্ত না তো কখনও সরাসরি সরকার-পুলিশকেই দায়ী করেছেন তার এই পরিস্থিতির জন্য। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবার তাকে কাচে ঘেরা বিশেষ গাড়িতে করে আদালতে নিয়ে যায় পুলিশ। এবার ব্যতিক্রম হল তারও। সঞ্জয় বেরোতেই গাড়ির ছাদে অবিরাম চাপড়াতে শুরু করে পুলিশ ও ব়্যাফ। প্রিজন ভ্যানের ড্রাইভার ক্রমাগত বাজাতে থাকেন হর্ন। তারপরই শুরু হয় গুঞ্জন। তবে কি সঞ্জয়ের কণ্ঠরোধ করতেই এই পন্থা অবলম্বন করল পুলিশ। ঠিক যেমন, সারদা-কাণ্ডে গ্রেফতার কুণাল ঘোষের কণ্ঠরোধের চেষ্টা হয়েছিল? যদিও সাংবাদিকদের এহেন প্রশ্নে তৃণমূলের কুণাল ঘোষের দাবি, ‘তুলনায় নিশ্চয়ই যাব না। এক ব্যক্তি যখন জানে যে আমি খুন ও ধর্ষণ করেছি এবং আমার ফাঁসি নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি জলটা ঘোলা কর তাহলে ফাঁসি থেকে বাঁচতে পারবে, তাই হয়ত সে কিছু বলার চেষ্টা করছে। অন্যপক্ষ আবার সেই বিভ্রান্তি ব্লক করার চেষ্টা করছে’।