Deaf and Mute Cricket: ক্রিকেটে আবার চ্যাম্পিয়ন ভারত

Deaf and Mute Cricket: ক্রিকেটে আবার চ্যাম্পিয়ন ভারত

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 06, 2023 | 8:34 PM

ওঁদের প্রতিকূলতা নিয়ে আমরা কথা বলি। আমরা ভাবি। আর ওঁরা ভাবে.....না ওঁরা অত কিছু ভাবে না। বিরাট কোহলি, শাকিব আল হাসানরা যেমন ভারত-বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ওঁরাও করে। ভারত-বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারনে, ওঁরা মূক-বধির ক্রিকেটের ব্র্যাকেটে হয়ত বন্দি। কিন্তু বন্দি থাঁকার হাসফাঁসানি তাঁদের নেই

ওঁদের ব্যাট কথা বলে। ব্যাটটাই যেন ওঁদের স্বরযন্ত্র। একটা ভাল ডেলিভারিতে উইকেট পাওয়ার পর গ্যালারির উচ্ছ্বাসের শব্দ ওঁদের কানে পৌঁছায় না। ওঁদের আনন্দের ভাষা, ছন্দের ভাষা. উচ্ছ্বাসের ভাষা অন্য। কিন্তু ওরা অন্য় নয়। ওরা অনন্য। ওঁদের প্রতিকূলতা নিয়ে আমরা কথা বলি। আমরা ভাবি। আর ওঁরা ভাবে…..না ওঁরা অত কিছু ভাবে না। বিরাট কোহলি, শাকিব আল হাসানরা যেমন ভারত-বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ওঁরাও করে। ভারত-বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারনে, ওঁরা মূক-বধির ক্রিকেটের ব্র্যাকেটে হয়ত বন্দি। কিন্তু বন্দি থাঁকার হাসফাঁসানি তাঁদের নেই। ওঁরা জানে একটাই শব্দ ক্রিকেট। ক্রিকেট ওঁদের জীবন। ক্রিকেট ওঁদের মুক্তি। মার্লিন রাইসের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট মাঠে গত কয়েকদিন ধরে চলে ত্রিদেশীয় সিরিজ। মূক বধিরদের ক্রিকেট। যার ফাইনাল ছিল শনিবার।ফাইনালে মুখোমুখি হয়ে ভারত-বাংলাদেশ। জিতল ভারত। একেবারে দাপটের সঙ্গে। মাঠজুড়ে চার-ছক্কা হইহই ব্যপার। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার পিটার কুক,প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী শিবশঙ্কর পালসহ বহু বিশিষ্ট ব্যক্তি। জেতা আছে। হার আছে। মন খারাপ আছে। জয়ীর মুষ্টিবদ্ধ হাত তোলাও আছে। সবই থাকে। আর ৫টা সাধারণ মানুষের মত। ওঁদের কাছে প্রতিবন্ধকতা একটা শব্দের নাম। যেই শব্দবন্ধনীতে আটকে থাকে না ওদের ক্রিকেট বোধ। ক্রিকেট সত্ত্বা।