Aishwarya Rai Bachchan, Indian Actress: চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে

Aishwarya Rai Bachchan: সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের চেহারাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সকলের প্রশ্ন রাইসুন্দরী মুখে কী এমন করিয়েছেন যে এই অবস্থা হয়েছে? সম্প্রতি প্যারিসের ফ্যাশন শো-এ ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে নায়িকাকে। শোনা যাচ্ছে, অসুস্থতার কারণেই অভিনেত্রীর চেহারা এমন হয়ে গিয়েছে। তাই ডায়েট করতে পারছেন না।

Aishwarya Rai Bachchan, Indian Actress: চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 12:01 AM

কেমন আছেন মনোজ?

চিন্তার কালো মেঘ কেটেছে। উঁকি দিয়েছে আলো। ২৪ ঘণ্টায় সবটাই বদলে গিয়েছে। সঙ্কট কাটিয়ে অনেকটাই সুস্থ বর্ষীয়ান নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্র। তাঁর শারীরক অবস্থা নিয়ে খুবই চিন্তায় ছিলেন সবাই। অভিনেতার পরিবার সূত্রে খবর প্রতি দিন ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সম্ভবত শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবেন অভিনেতা।

ঐশ্বর্য কি অসুস্থ?

সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের চেহারাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সকলের প্রশ্ন রাইসুন্দরী মুখে কী এমন করিয়েছেন যে এই অবস্থা হয়েছে? সম্প্রতি প্যারিসের ফ্যাশন শো-এ ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে নায়িকাকে। শোনা যাচ্ছে, অসুস্থতার কারণেই অভিনেত্রীর চেহারা এমন হয়ে গিয়েছে। তাই ডায়েট করতে পারছেন না।

অরিজিতের কনসার্ট কাণ্ড

ব্রিটেনে কনসার্টে ব্যস্ত অরিজিত্‍ সিং। তাঁর কনসার্ট নিয়ে নানা ধরনের ঘটনা উঠে আসছে। সম্প্রতি প্রকাশ্যে একটি ভাইরাল। সেই ভিডিয়োয় দেখা দেখা যাচ্ছে মহিলাকে রীতিমতো গলা ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। আর উল্টো দিক থেকে অরিজিতের সেই মহিলা অনুরাগী তাঁর নাম ধরে চিত্‍কার করছেন। আর এই দৃশ্য দেখে গান থামিয়ে দেন গায়ক। মঞ্চ থেকেও হাতজোড় করে ক্ষমা চাইলেন গায়ক।

মুখ খুললেন তৃপ্তি

সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরির ‘আইটেম’ গান ‘মেরে মেহবুব’। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। এই গানে তাঁর নাচের ভঙ্গি নাকি অশালীন, মনে করছেন নেটিজেনরা। এ নিয়ে অভিনেত্রীর বক্তব্য, “আসলে অভিনেতা হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা যায়।”

মা হতে চান শোভিতা
মা হতে চান নাগা চৈতন্যের স্ত্রী শোভিতা ধুলিপালা। এ নিয়ে তাঁর বক্তব্য, “আমি সব সময়ই পূর্ণ মাতৃত্বের আস্বাদ পেতে চেয়েছি। এ বিষয়ে আমার কোনও সংশয় ছিল না কখনও। আমি চেয়েছিলাম একটি বিবাহিত জীবন। নিজেকে সব সময় ওই সুখী সংসারের মধ্যেই দেখতে চেয়েছি। এটা আমার একটা স্বপ্ন বলা যায়।”

এক ছবিতে সইফ-করিনা
সূত্রের দাবি ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে এক সঙ্গে অভিনয় করবেন সইফ-করিনা। আরও চমক রয়েছে। ছবিতে নাকি দম্পতিকে দেখা যাবে খল চরিত্রে। নতুন ছবি ‘স্পিরিট’-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে।

সরব দেবলীনা
দেবলীনা দত্ত হোমমেকার বা হাউজ ওয়াইফদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন। মনে করিয়ে দিলেন চ্যারিটি এবং জাস্টিস দুটোই শুরু হয় বাড়ি থেকে। এদিন দেবলীনা দত্ত ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই জানি জাস্টিস বিগিনস অ্যাট হোম। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।

বিপাকে কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত পরিচালিত, অভিনীত এবং প্রযোজিত ছবি ইমারজেন্সি নিয়ে যেন আর জটিলতা কাটতেই চাইছে না। এমন অবস্থায় সেন্সর বোর্ড আদালতকে জানাল তাঁরা ছবিটিকে ছাড়পত্র দিতে পারেন তবে কিছু দৃশ্য কেটে বাদ দিতে হবে। ছবিটির গত ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে মুক্তি পায়নি ছবিটি। সার্টিফিকেট নিয়ে সেন্সর বোর্ড এবং ছবির নির্মাতাদের সংঘাত বেঁধেছে।

কী বললেন তৃপ্তি?
অ্যানিম্যাল ছবিতে সাহসী দৃশ্যে ধরা দিয়েছিলেন তৃপ্তি দিম্রি। সেই প্রসঙ্গেই জানান, এই চরিত্রটা বেশ সাহসী। চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি সবসময় এমন চরিত্র খুঁজি যা আমার করা আগের চরিত্রর থেকে আলাদা, যেখানে আমার নতুন কিছু করার জায়গা থাকে।’

Follow Us:
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?