AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy: ভারতের নৌ বাহিনীর হাতে ভয়াবহ অস্ত্র, শত্রুও ঠেকাতে পারবে না সেনাকে!

Indian Navy: ভারতের নৌ বাহিনীর হাতে ভয়াবহ অস্ত্র, শত্রুও ঠেকাতে পারবে না সেনাকে!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 28, 2026 | 1:08 PM

Share

Medium Range Anti-Ship Missiles: এই মিসাইলের মাটি থেকে উৎক্ষেপণ ও যুদ্ধবিমানের সঙ্গে ইন্টিগ্রেশন করে সেটাকে আকাশে ওড়ানোর ট্রায়াল সম্পন্ন হয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিমান থেকে উৎক্ষেপণের ট্রায়ালও সম্পন্ন হবে। আসলে NASM-MR কোনও একটি বিশেষ ক্ষেপণাস্ত্র নয়। এটি আসলে একাধিক মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্রের একটি পরিবারকে বোঝায়।

ভারতীয় নৌ বাহিনীর হাতে এবার এল NASM-MR বা মিডিয়াম রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল। এই মিসাইল সফল ভাবে ব্যবহার করা যাবে ভারতের নৌসেনার হাতে থাকা মিগ ২৯ যুদ্ধবিমান থেকে। আর সেই প্রযুক্তির পরীক্ষাও ইতিমধ্যে সফল ভাবে হয়ে গিয়েছে। এই ইন্টিগ্রেশন পরীক্ষায় প্রমাণ হয়েছে বিমানের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের যান্ত্রিক, বৈদ্যুতিক ও সফটওয়্যারের সংযুক্তকরণ সম্পূর্ণ ভাবে কাজ করছে।

ইতিমধ্যেই এই মিসাইলের মাটি থেকে উৎক্ষেপণ ও যুদ্ধবিমানের সঙ্গে ইন্টিগ্রেশন করে সেটাকে আকাশে ওড়ানোর ট্রায়াল সম্পন্ন হয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিমান থেকে উৎক্ষেপণের ট্রায়ালও সম্পন্ন হবে। আসলে NASM-MR কোনও একটি বিশেষ ক্ষেপণাস্ত্র নয়। এটি আসলে একাধিক মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্রের একটি পরিবারকে বোঝায়। এই অ্যান্টি শিপ মিসাইলের পাল্লা ২৯০ থেকে ৩৫০ কিলোমিটারের মধ্যে।

Published on: Jan 28, 2026 01:07 PM