Indian Torpedo: China-র বর্ম ভাঙাতে তৈরি হচ্ছে ভারতের বরুণাস্ত্র!

Nov 11, 2025 | 5:42 PM

Indian Torpedo To Destroy China: এবার স্টেলথ টর্পেডো ভারতের হাতেও। পোশাকি নাম বরুণাস্ত্র। সমুদ্রের ৮০০ মিটার গভীরে ঘাপটি মেরে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করতে ওস্তাদ এই বরুণ। আগামীতে এর রেঞ্জ আরও বাড়বে।

মনে আছে কীভাবে জার্মানি থেকে জাপানে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস? জার্মান সাবমেরিনে চেপে এসে মাঝসমুদ্রে জাহাজ বদল করে উঠে পড়েন জাপানি জাহাজে। আর সেই জার্মান ইউবোট আসার পথে কিন্তু টর্পেডো ছুঁড়ে ধ্বংস করেছিল শত্রুপক্ষের জাহাজকে। সেই ছিল প্রথম প্রজন্মের স্টেলথ টর্পেডো।

আর এবার এমন স্টেলথ টর্পেডো ভারতের হাতেও। পোশাকি নাম বরুণাস্ত্র। সমুদ্রের ৮০০ মিটার গভীরে ঘাপটি মেরে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করতে ওস্তাদ এই বরুণ। আগামীতে এর রেঞ্জ আরও বাড়বে। আর সব কিছুর নেপথ্যে একটাই লক্ষ্য, সেটা হল চিন।