Germany, France-এ উড়বে ভারতের জয়ধ্বজা, চলবে UPI!
Unified Payment Interface: ইউরোপিয় ইন্সট্যান্ট পেমেন্ট সার্ভিসের সঙ্গে এবার যুক্ত হচ্ছে আমাদের ইউপিআইও। আমাদের দেশের ডিজিটাল অর্থনীতির পক্ষে এটা একটা দারুণ পদক্ষেপ। এর এর ফলে শুধুমাত্র ইউরোপে ভারতের জয়ধ্বজা উড়বে, এমনটা নয়। ভারতীয়দের ইউরোপের কোনও দেশে গিয়ে পেমেন্ট করা সহজ হয়ে উঠবে।
এবার ইউরোপেও উড়বে ভারতের জয়ধ্বজা। কারণ, ইউরোপিয় ইন্সট্যান্ট পেমেন্ট সার্ভিসের সঙ্গে এবার যুক্ত হচ্ছে আমাদের ইউপিআইও। আমাদের দেশের ডিজিটাল অর্থনীতির পক্ষে এটা একটা দারুণ পদক্ষেপ। এর এর ফলে শুধুমাত্র ইউরোপে ভারতের জয়ধ্বজা উড়বে, এমনটা নয়। ভারতীয়দের ইউরোপের কোনও দেশে গিয়ে পেমেন্ট করা সহজ হয়ে উঠবে।
এই উদ্যোগ বাস্তাবায়িত হলে সুবিধা হবে আমাদের দেশ ও ইউরোপের একাধিক দেশের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। বিশেষত যাঁরা ঘুরতে যান, তাঁরাও উপকৃত হবেন বহুলাংশে। তাঁদের জন্য লেনদেন অনেক সহজ হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এনসিপিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস একসঙ্গে এই ব্যবস্থার বাস্তবায়ন শুরু করেছে।
Published on: Nov 28, 2025 11:35 AM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

