AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Infiltration: বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?

Infiltration: বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?

সঞ্জয় পাইকার

|

Updated on: Dec 04, 2024 | 2:05 PM

Share

Infiltration: একটা দেশের সঙ্গে ছ-ছটা রাজ্যের বর্ডার। যার মধ্যে বড় অংশ পশ্চিমবঙ্গ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ। একটার পর একটা জেলার সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের।

কলকাতা: পাক সেনার ভয়াবহ অত্যাচার। তাদের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে দু-হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। বহু মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে। আর সেখান থেকে ঘুণপোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত-ভূমে! ওপারে হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচার, তীব্র ডামাডোল, চূড়ান্ত অস্থিরতা। আর সেই সুযোগে কি অনুপ্রবেশকারীরা বেপরোয়া হয়ে উঠছে? তাই সূর্য ডুবলে এপারে আসার মরিয়া চেষ্টা! অনুপ্রবেশকারীদের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠেছে সীমান্ত এলাকা। প্রশ্ন উঠেছে কত অনুপ্রবেশকারীর গা ঢাকা দিয়েছে এপারে? আর অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত সংসদ। তোলপাড় রাজনীতি। সীমান্তের কোথায় কোথায় ফাঁক ফোঁকর? কেন এই পরিস্থিতি?

একটা দেশের সঙ্গে ছ-ছটা রাজ্যের বর্ডার। যার মধ্যে বড় অংশ পশ্চিমবঙ্গ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ। একটার পর একটা জেলার সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর বাংলাদেশের সঙ্গে দীর্ঘ এই সীমান্তের একটা অংশে সীমান্ত বলতে মজে যাওয়া নদী! নদী পেরিয়ে বাংলাদেশ থেকে নাকি এ দেশে সহজেই পারাপার করা যায়। বছরের একটা সময়ে নদী কার্যত জলশূন্য থাকে। তখন তো অনুপ্রবেশের পোয়াবারো। অভিযোগ, শেখ হাসিনার বিদায়ের পর পাঁচই অগস্ট থেকে যে প্রবণতা দেখা গিয়েছিল তা গত কয়েকদিনে আরও বেড়েছে।

সীমান্তবর্তী একটি জেলা মালদা। যেখানে আম বাগানের ভিড়। নদী লাগোয়া ঘন আমবাগানই ট্রানজিট পয়েন্ট। কোন পথে হয় সেই অনুপ্রবেশ?

মালদার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত। মাঝখানে মহানন্দা। শীতকালে সেই নদী সরু হয়ে গেছে। জল অনেকটাই কম। রাতে এখন কুয়াশা পড়ছে। কোনও কিছুই দেখা দায়। অভিযোগ, গভীর রাতে বা ভোরে হচ্ছে অনুপ্রবেশ। এমনকী দিনের বেলাতেও সুযোগ বুঝে এপারে ঢুকে পড়ার চেষ্টা হয়। ওপারে হাত বাড়ালে বাংলাদেশের ভোলাহাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ। কিছুটা দূরে যশোর। সেখানে থেকেই অনুপ্রবেশ হচ্ছ বলে অভিযোগ।

সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওপারের প্রশাসনের মদতে হচ্ছে অনুপ্রবেশ। প্রথমে প্রত্যন্ত এলাকায় তারা আশ্রয় নিচ্ছে। এরপর ছড়িয়ে পড়ছে অন্যত্র। অভিযোগ, বিএসএফ বা পুলিশকে ঘুষ দিয়েও তারা ঢুকে পড়ছে। পরে আবার শাসক দলের প্রভাবশালী নেতা বা প্রশাসনের কর্মী আধিকারিককে ঘুষ দিয়ে পরিচয় পত্রও তৈরি করে নিচ্ছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি, ভারতে এসে কয়েক দিনের মধ্যে অনুপ্রবেশকারীরা জমি বাড়ি করে ফেলছে। ওপার বাংলা থেকে কারা আসতে চাইছে এপার বাংলায়! এখানে উঠে আসছে দুই শ্রেণির কথা।

মালদার পাশের জেলা মুর্শিদাবাদ। অভিযোগ, সীমান্ত লাগোয়া এই জেলায় জাঁকিয়ে বসেছে অনুপ্রবেশ। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় খান সেনার অত্যাচার থেকে রেহাই পেতে ওপার বাংলা থেকে বহু মানুষ পালিয়ে এসেছিলেন এপারে। তেমন বহু ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। ৫ দশক পরে ফের বাংলাদেশ উত্তাল! সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত! এরই মধ্যে ফের অনুপ্রবেশের আশঙ্কা মুর্শিদাবাদে!

এই জেলায় সীমান্ত এলাকা ১২৫ কিলোমিটার। এর মধ্যে ৩০ কিলোমিটার সীমান্তে কোনও কাঁটাতার নেই। দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে পদ্মা। অরক্ষিত এলাকাগুলির মধ্যে রয়েছে জলঙ্গি, লালগোলা, রঘুনাথগঞ্জ, সুতির মতো এলাকা।

সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, অনুপ্রবেশ তো বটেই, কখনও কখনও বাংলাদেশিরা, এপারে এসে জমির ফসল পর্যন্ত কেটে নিয়ে চলে যায়। পাচার হয় গরু-চাল, নিষিদ্ধ মাদক!

Published on: Dec 04, 2024 03:37 AM