সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তানি মুনি হাজির আজকের আড্ডায়

স্বরলিপি ভট্টাচার্য

|

Updated on: Dec 15, 2020 | 10:35 PM

কেমন এই বোনেরা? TV9 বাংলায় আজ তাদেরই গল্প।

বয়স ছয়। ঠিক যেন একই রকম দেখতে দুটো পুতুল। একসঙ্গে মাথা নাড়ে। একইসঙ্গে কথা বলে। আর গানও গায় একই সঙ্গে। তারা তানি-মুনি। এই নামেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি। লকডাউনের সময় হাতে অনেকটা সময় থাকায় হঠাৎই এই যমজ বোনের বাবা দেবাশিস দত্ত মেয়েদের গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর থেকেই জনপ্রিয়তা তৈরি হয় তাদের। কেমন সেই বোনেরা? TV9 বাংলায় আজ তাদেরই গল্প।

 

Published on: Dec 15, 2020 07:40 PM