Rajnath Singh: ডিফেন্স তৈরির ‘আঁতুরঘর’ হতে চলেছে উত্তরপ্রদেশ?
‘উত্তরপ্রদেশে বিশ্বের সেরা প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ও রপ্তানি করার স্বপ্ন রয়েছে আমাদের। উত্তরপ্রদেশ ডিফেন্স করিডোরের জন্য ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে। এই করিডোরে ৪ হাজার কোটি বিনিয়োগ হয়ে গিয়েছে’,ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখাম থেকে এমনই বার্তা দেন তিনি। ব্রহ্মস-এর প্রশংসা করতে […]
‘উত্তরপ্রদেশে বিশ্বের সেরা প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ও রপ্তানি করার স্বপ্ন রয়েছে আমাদের। উত্তরপ্রদেশ ডিফেন্স করিডোরের জন্য ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে। এই করিডোরে ৪ হাজার কোটি বিনিয়োগ হয়ে গিয়েছে’,ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখাম থেকে এমনই বার্তা দেন তিনি। ব্রহ্মস-এর প্রশংসা করতে গিয়ে রাজনাথ বলেন, ‘ব্রহ্মস কেবল অস্ত্র নয়, এটি ভারতীয় সেনার শক্তি। শত্রুদের প্রতিরোধ এবং সীমান্ত রক্ষার অঙ্গীকারই হল ব্রহ্মস।’ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘পাকিস্তান নিরীহ ভারতীয় নাগরিকদের আক্রমণের পাশাপাশি বহু মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিতে হামলা চালিয়েছে।’ আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো