Naushad Siddiqui: গুছিয়ে নির্বাচন করলে কালীগঞ্জে তৃণমূল ধাক্কা খেত: নওশাদ
প্রত্যাশামতোই কালীগঞ্জ উপনির্বাচনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অংশ নিয়ে বাবার মার্জিনকেও ছাপিয়ে গেলেন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটের। এরপর শুরু হয় ইভিএম গণনা। মোট ২৩ রাউন্ড গণনার মধ্যে প্রাথমিক কয়েকটি রাউন্ডেই তৃণমূল প্রার্থী আলিফা এগিয়ে যান বিজেপি ও বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থীদের থেকে।
প্রত্যাশামতোই কালীগঞ্জ উপনির্বাচনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অংশ নিয়ে বাবার মার্জিনকেও ছাপিয়ে গেলেন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটের। এরপর শুরু হয় ইভিএম গণনা। মোট ২৩ রাউন্ড গণনার মধ্যে প্রাথমিক কয়েকটি রাউন্ডেই তৃণমূল প্রার্থী আলিফা এগিয়ে যান বিজেপি ও বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থীদের থেকে।
এই জয় কার্যত আগে থেকেই ধরে নেওয়া হচ্ছিল রাজনৈতিক মহলে। কারণ আলিফা আহমেদের পক্ষে সহানুভূতির হাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করেছে তৃণমূলের সংগঠনও। তবে বিজেপি ও কংগ্রেস-বাম জোটকে কার্যত কোনও বড় প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি।
তবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি অবশ্য বলছেন, কালীগঞ্জে তৃণমূলকে কি সত্যিই পরাজিত করার চিন্তাভাবনা ছিল বিজেপির? তাঁর বক্তব্য, “গুছিয়ে নির্বাচন করলে কালীগঞ্জে তৃণমূল ধাক্কা খেত।”
দেখুন ভিডিয়ো