SIR এর নোটিস পেয়ে কী বলছেন নওশাদ?
ISF MLA Naushad Siddiqui: সোশ্যাল মিডিয়ায় হিয়ারিংয়ের নোটিস পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নওশাদ। সেখানেই তিনি লিখছেন, ‘হিয়ারিংয়ের নোটিস পেয়েছি, তবে এতে আমি আতঙ্কিত নই। আমার ভোটদানের অধিকার কারও অভিশাপ-আশীর্বাদের উপর নির্ভর করে না। ভোটদানের অধিকার সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী থাকবে।’
কলকাতা: ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছে গেল এসআইআরের শুনানির নোটিস। ২৭ জানুয়ারি হিয়ারিংয়ে ডাকা হয়েছে বিধায়ককে। তা নিয়ে নতুন করে রাজনৈতিক আঙিনায় শুরু হয়ে গিয়েছে তরজা। সোশ্যাল মিডিয়ায় হিয়ারিংয়ের নোটিস পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নওশাদ। সেখানেই তিনি লিখছেন, ‘হিয়ারিংয়ের নোটিস পেয়েছি, তবে এতে আমি আতঙ্কিত নই। আমার ভোটদানের অধিকার কারও অভিশাপ-আশীর্বাদের উপর নির্ভর করে না। ভোটদানের অধিকার সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী থাকবে।’ তবে শুধু নওশাদ নন, বিগত কয়েকদিনে রাজ্যের একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্বের কাছে গিয়েছে এসআইআর-এর নোটিস।

