AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagannathdeb Mondal: দু’দিন পরেই বীরভূমের হনু  হয়ে ফিরবেন: জগন্নাথদেব

Jagannathdeb Mondal: দু’দিন পরেই বীরভূমের হনু হয়ে ফিরবেন: জগন্নাথদেব

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jun 06, 2025 | 9:42 PM

পুলিশ হুমকি মামলায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ হলেও খোশমেজাজেই এসডিপিও অফিস থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, মোট ৯৫টি প্রশ্ন করা হয় তাঁকে। তার মধ্যে অধিকাংশের উত্তর ছিল ‘হ্যাঁ’ বা ‘না’-তে। অনুব্রত বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, “নার্ভের ওষুধ খাই, কিছু মনে নেই।” অভিযোগ, তিনি বোলপুর থানার আইসি-কে গালিগালাজ ও হুমকি […]

পুলিশ হুমকি মামলায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ হলেও খোশমেজাজেই এসডিপিও অফিস থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, মোট ৯৫টি প্রশ্ন করা হয় তাঁকে। তার মধ্যে অধিকাংশের উত্তর ছিল ‘হ্যাঁ’ বা ‘না’-তে। অনুব্রত বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, “নার্ভের ওষুধ খাই, কিছু মনে নেই।” অভিযোগ, তিনি বোলপুর থানার আইসি-কে গালিগালাজ ও হুমকি দিয়েছিলেন। তা মনে আছে কি না জানতে চাওয়া হলে বলেন, “মনে নেই।” বরং দাবি করেন, গলা নকল করে কেউ চক্রান্ত করছে।

তবে এক কর্মীর মার খাওয়া নিয়ে ফোন করেছিলেন বলেও স্বীকার করেন তিনি। প্রশ্ন উঠছে, সবই যদি ভুল বোঝাবুঝি হয়, তবে কেন দলনেত্রীর নির্দেশে ক্ষমা চাইলেন তিনি? অনুব্রতের দাবি, নেত্রী তাঁর ভগবান, তাই নির্দেশ মেনে নিয়েছেন।

এই প্রেক্ষিতে বিজেপি নেতা জগন্নাথদেব মণ্ডল বলেন, “দু’দিন পরেই Z ক্যাটাগরির নিরাপত্তায় ফিরবে কেষ্ট।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো