AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jawan Movie News: সেন্সরের নির্দেশে 'জওয়ান' থেকে বাদ পড়ল সাত দৃশ্য?

Jawan Movie News: সেন্সরের নির্দেশে ‘জওয়ান’ থেকে বাদ পড়ল সাত দৃশ্য?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 23, 2023 | 9:33 PM

Share

সেন্সরের কোপে এবার শাহরুখ খান অভিনীত ছবি 'জওয়ান'। সেখান থেকে আবার বাদ পড়ল মোট সাতটি অংশ। ছবিকে পরিবারের জন্য ছাড়পত্র দিতেই এমনটা নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে। তা অক্ষরে- অক্ষরে পালন করে তবেই অ্যাটলি পরিচালিত ছবি পেল U/A ট্যাগ।

সেন্সরের ধাক্কায় ‘জওয়ান’
সেন্সরের কোপে এবার শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। সেখান থেকে আবার বাদ পড়ল মোট সাতটি অংশ। ছবিকে পরিবারের জন্য ছাড়পত্র দিতেই এমনটা নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে। তা অক্ষরে- অক্ষরে পালন করে তবেই অ্যাটলি পরিচালিত ছবি পেল U/A ট্যাগ।

সাইবার ক্রাইমের শিকার
সাইবার ক্রাইমের শিকার অভিনেত্রী শাবানা আজমি। তাঁর ফোন থেকে সম্প্রতি পরিচিত ব্যক্তিদের কাছে অ্যাপ স্পেস কেনার বার্তা যাচ্ছিল। কিন্তু তা আদপে তিনি করেননি। সম্প্রতি তাঁর টিম থেকে একটি নোটিস জারি করে সকলকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি থানাতেও লিখিত অভিযোগ করেছে তাঁর টিম।

দিওয়ালি-তে ‘ডানকি’?
আবারও চমক দিলেন শাহরুখ খান। একই বছরে তিন ছবি মুক্তি? প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৪ সালে। তবে এবার বলিউড সূত্রে খবর, চলতি বছর দিওয়ালিতেই বড়পর্দা আরও একবার হাজির হতে পারেন শাহরুখ খান। খবর প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল।

লিক ‘টাইগার থ্রি’
সলমন খানের বহু প্রতিক্ষিত ছবি ‘টাইগার থ্রি’ এবার চর্চায়। সলমন খান ও ক্যাটরিনা কাইফের ডান্স ক্লিপিং লিক হয়ে গেল সেট থেকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ক্লিপিং। যেখানে ক্যাট-সলমনকে একসঙ্গে নাচতে দেখা যায়। ভক্তদের অনুমাণ, এটি ‘মাশাল্লা ২’ গানের অংশ।

বিস্ফোরক রাখি
”হানিমুনে আমার নগ্ন ভিডিয়ো শুট করে তা লাখ-লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন আদিল,” রাখি সাওয়ান্ত এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন স্বামী আদিল খানের বিরুদ্ধে। তাঁর কথায়, “বাথটবে থাকা অবস্থায় বহু ভিডিয়ো শুট করেছিলেন আদিল।” পরবর্তীতে যা নিয়ে বহু টাকা পকেটে পুরেছেন তাঁর স্বামী। রাখি জানান, এবার তিনি আদালতে যাবেন বিচারের জন্য।

আর্থিক ক্ষতি মিকার
গলায় সমস্যা। গান গাইতে পারছেন না ব়্যাপার মিকা সিং। সেই সূত্রেই এবার পিছিয়ে দিতে হল তাঁর ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট। সেই কারণেই ১১ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতি বহন করতে হল গায়ককে।

ছবির প্রস্তাব ছাড়লেন অনিল
‘ওয়েলকাম’ অনিল কাপুরের অন্যতম জনপ্রিয় ছবি। তবে এবার শোনা যাচ্ছে ‘ওয়েলকাম ৪’-এ থাকছেন না অনিল কাপুর। না, শিডিউল সংক্রান্ত সমস্যা নয়। বলিউড সূত্রে খবর, অনিল কাপুরের মনের মতো পারিশ্রমিক দিতে রাজি নয় ছবি নির্মাতা সংস্থা। সেই কারণেই ছবি থেকে সরলেন তিনি।

শুটিং স্থান বদল
বহু বছর আবার রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ ফিরছে বড় পর্দায়। এবার নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী। সুমন ঘোষ পরিচালিত এই ছবিটির শুটিং শিডিউলে এবার কিছু পরিবর্তন ঘটল। আফগানিস্তান ও তাজাকিস্তানে শুটিং হবে বলে শোনা গিয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু বর্তমান রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য স্থান বদল হয়। শোনা যাচ্ছে, এবার কার্গিলের বেশ কিছু অংশে হবে শুট।

জন্মদিন সেলিব্রেশন
বাণী কাপুরের গালা সেলিব্রেশন। ২৩ অগস্ট অভিনেত্রীর বাণীর জন্মদিন। সেই উপলক্ষেই তিনি এবার পৌঁছে গেলেন দুবাইয়ে। সেখানেই নিজের মতো করে জন্মদিন কাটানোর পরিকল্পনা আগে করে রেখেছিলেন বাণী। সেই মতোই এবার একান্তে সেলিব্রেশনের পালা।