AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeetu Kamal: রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, কিন্তু কেন?

Jeetu Kamal: রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, কিন্তু কেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 01, 2024 | 10:45 PM

Share

অভিনয় ছেড়ে দিচ্ছেন জিতু কমল? এমনই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে। রাত বিরেতে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। পাহারা দিচ্ছেন পোস্টার। ভাবছেন কী হয়েছে? পোস্টার ছেঁড়া নয়, পোস্টারে কেউ হাত দিলেই-- মারব কম দৌড় করাবো বেশি। মজার ছলে এমনই বার্তা দিলেন অভিনেতা।

ছুটিতে আমিরের পরিবার
আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। যেখানে একটি সবুজে ঘেরা এলাকায় কিরণ, আমির ও তাঁদের ছেলে আজাদকে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন, ‘রাও-খান হলিডে’ সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তাঁর সিনেমা ‘লাপাতা লেডিস’-এর একটি গানও দিয়ে দেন তিনি।

করিনার পরের ছবি কবে?
১৩ সেপ্টেম্বর। আর মাস দুই পরই সিনেমা হলে মুক্তি পাচ্ছে করিনা কাপুর খানের পরবর্তী ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। এই ছবির অন্যতম প্রযোজক করিনা। এই প্রথম কোনও ছবির প্রযোজনা করছেন তিনি। ছবির পরিচালক হনসল মেহতা।

পিছল অজয়-তব্বুর ছবি
জুলাই মাসের মাঝামাঝি মুক্তি পাবে অজয় দেবগণ এবং তব্বুর নতুন ছবি ‘অউরো মে কাহাঁ দম থা’। জুলাইয়ের ৫ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সাফল্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাঁদের ধারণা, পরপর দুটো ছবি রিলিজ় করলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।

প্রেম দিবসের চমক
২০২৫ সালের প্রেমদিবস, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে প্রযোজক আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘নখরেওয়ালি’। সোশাল মিডিয়ায় পোস্টার সমেত সুখবর শেয়ার করেছেন প্রযোজক স্বয়ং। ছবিতে ডেবিউ করছেন অংশ দুগ্গাল এবং প্রগতি শ্রীবাস্তব।

নীরবতা ভাঙলেন নাতাশা
ভারত টি-২০ বিশ্বকাপ জিতল। হার্দিক পান্ডিয়া এতদিনের খরা কাটিয়ে দুর্ধর্ষ পারফর্মও করলেন– অথচ নাতাশা স্তানকোভিচ এতদিন চুপই ছিলেন। ভারতের জয় নিয়ে কার্যত ‘মিউট মোড’-এ চলে গিয়েছিলেন হার্দিকের স্ত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। হাতে ব্যাগ নিয়ে নানা ধরনের পোস্ট করলেন শেয়ার। পোস্টটি বিশ্বকাপ সংক্রান্ত নয়, নিজের বিজ্ঞাপন– যা দেখে মোটেও খুশি নন হার্দিক ভক্তরা।

কাঞ্চনের মধুচন্দ্রিমা
সময় দেয় না বর। ভীষণ অভিমান শ্রীময়ী চট্টরাজের। অবশেষে স্ত্রীর রাগ ভাঙাতে দেশ নয় বিদেশেই পাড়ি দিলেন উত্তরপাড়ার বিধায়ক। বলিউডি কায়দায় শ্রীময়ীকে নিয়ে কাঞ্চন গেলেন মলদ্বীপ। দাঁড়ান, এখানেই শেষ নয়, বিচ ভিলা নয় বরং তাঁরা বেছে নিলেন ওয়াটার ভিলা।

গুঞ্জন ভুয়ো
সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য পাড়ি দিলেন বিদেশে। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগোই তাঁর গন্তব্য এখন। বিমানবন্দরে তাঁর সেই ছবি ইতিমধ্যেই হয়েছে ক্যামেরাবন্দি। না অনির্বাণ একা জাননি সেখানে। পাশে কে জানেন? যাকে নিয়ে এত আলোচনা, এত গুঞ্জন সেই মধুরিমা গোস্বামী, তাঁর ভালবাসার মানুষকেই দেখা গেল অভিনেতার পাশে। বিচ্ছেদের গুঞ্জন যতই থাকুক না কেন স্ত্রীকে সঙ্গে নিয়েই দেশ ছাড়লেন তিনি।

সুখবর দিলেন অরিন্দম
আসছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। নাম একটি খুনির সন্ধানে মিতিন। ছবির শ্যুটিং শেষ হল। এদিন পরিচালক অরিন্দম শীল নিজেই ছবির সেটের একাধিক ছবি পোস্ট করেন জানান– শেষ হল একটি খুনির সন্ধানে মিতিন ছবির শ্যুটিং তাও ভোর সাড়ে চারটে নাগাদ! পরিচালক জানান দারুণ অভিজ্ঞতা।

এ কী করছেন জিতু?
অভিনয় ছেড়ে দিচ্ছেন জিতু কমল? এমনই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে। রাত বিরেতে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। পাহারা দিচ্ছেন পোস্টার। ভাবছেন কী হয়েছে? পোস্টার ছেঁড়া নয়, পোস্টারে কেউ হাত দিলেই– মারব কম দৌড় করাবো বেশি। মজার ছলে এমনই বার্তা দিলেন অভিনেতা।